পালংঘাটে বিধ্বংসী অগ্নিকাণ্ডে ভস্মীভূত বাসগৃহ

বরাক তরঙ্গ, ৪ সেপ্টেম্বর : দিনদুপুরে এক বিধ্বংসী অগ্নিকাণ্ডে ভস্মীভূত  হল একটি বাসগৃহ। সোমবার দুপুর তিনটা নাগাদ এই অগ্নিকাণ্ডের ঘটনা সংঘটিত হয় পূর্ব ধলাইর পালংঘাট জিপির বারোডালু (রুকনি দ্বিতীয় খণ্ড) গ্রামে। বিদ্যুতের শর্ট সার্কিট থেকে অগ্নিকাণ্ডের ঘটনা বলে প্রাথমিক ভাবে সন্দেহ করা হচ্ছে।

জানা যায়, সোমবার দুপুর তিনটা নাগাদ পালংঘাটের বারোডালু (রুকনি দ্বিতীয় খণ্ড) গ্রামের মুক্তি নাথ নামের মহিলার বাঁশবেত ও টিনের চাউনি দেওয়া বাসগৃহে হঠাৎ আগুন লেগে যায়। দেখতে দেখতে আগুন পুরো ঘরে ছড়িয়ে পড়ে। গ্রামবাসীরা ছুটে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনার শত চেষ্টা করে ব্যর্থ হন। অগ্নিকাণ্ডে ঘরে থাকা আসবাবপত্র সহ বিভিন্ন জরুরি নথিপত্র পুড়ে ছাই হয়ে যায়। এছাড়া ঘরের লাগোয়া মুরগির ফার্মটি ক্ষতিগ্রস্ত হয়েছে।

দমকল বাহিনীকে খবর দিলে প্রায় দু’ঘন্টা পর আসে। এদিকে অগ্নিকাণ্ডের ঘটনার খবর পেয়ে ছুটে যান পালংঘাট জিপি সভাপতি শশাঙ্ক শীল। তিনি পরিবারের খোঁজখবর নেন।
প্রতিবেদক : দেবু দাশ, ধলাই।

Author

Spread the News