সোনাইর রাঙ্গিরঘাটে বিধ্বংসী অগ্নিকাণ্ডে পুড়ে ছাই বসতগৃহ

নিপ্পু লস্কর, সোনাই।
বরাক তরঙ্গ, ৪ ডিসেম্বর : সোনাই পুরসভা এলাকার আট নম্বর ওয়ার্ড রাঙ্গিরঘাটে বিধ্বংসী অগ্নিকাণ্ডে পুড়ে ছাই বসত বাড়ি। এসময় গৃহকর্তা সামস উদ্দিন ও পরিবারের সদস্যরা বাড়িতে  ছিলেন না। অগ্নিকাণ্ডের ঘটনার খবর পেয়ে ছুটে আসেন গৃহকর্তা সামস উদ্দিন লস্কর। ঘটনাটি সংঘটিত হয় বুধবার রাতে।

বাড়িতে কোনও বিদ্যুৎ সংযোগ ছিল না আগুন লাগার পর ঘরে থাকা গ্যাস সিলিন্ডার বিষ্ফোরণ ঘটে। আগুন লাগার সঙ্গে সঙ্গে সোনাই থানার ওসি রবিন টুমুং সদলবলে দমকল বাহিনীর নিয়ে ঘটনাস্থলে পৌছান।

এনিয়ে গৃহকর্তা সামস উদ্দিন লস্কর ও তার বাবা নিয়াম উদ্দিন লস্কর সাংবাদিকদের বিস্তারিত জানান। উপস্থিত ছিলেন ওয়ার্ড কমিশনার নেবুল ইসলাম লস্কর।

তবে আগুনের তীব্রতা এতোই বেশী ছিল যে,মূহুর্তের  মধ্যেই সবকিছু পুড়িয়ে ছারখার করে দেয়। গৃহকর্তা জানান, অগ্নিকাণ্ডের ফলে তাঁর আনুমানিক পাঁচ লক্ষাধিক টাকার মালামাল ক্ষতিগ্রস্ত হয়েছে। ঠিক কী কারণে আগুন আগুন লেগেছে তা এখনো জানা যায়নি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *