ঘরের ভেতরে মাটি খুঁড়ে উদ্ধার সতেজ গুলি সহ রিভলবার
বরাক তরঙ্গ, ১৫ ডিসেম্বর : ঘরের ভেতরে মাটি খুঁড়ে উদ্ধার করা হল সতেজ গুলি সহ রিভলবার। ঘটনাটি চাপর হরদেমারার। জানা যায়, আইয়ুব আলির ঘর থেকে একটি রিভলবার উদ্ধার করেছে পুলিশ।
বিলাসিপার মহকুমা পুলিশ অফিসার, চাপর সার্কল পুলিশ অফিসার, চাপর পুলিশ এবং শালকোচা পুলিশ গোপন সূত্রের ভিত্তিতে রাতে এই অভিযান চালান।
পুলিশের দল বাড়িতে আসলে আইয়ুব আলি ও তার পরিবারের সদস্যরা ঘরে তল্লাশি করতে বাধা দেওয়ার পাশাপাশি আক্রমণ করে বলে অভিযোগ। পুলিশ অবশেষে ঘরের ভেতরে গর্ত থেকে পাঁচ রাউন্ড গুলি সহ একটি রিভলবার বের করে।
এ ঘটনায় আইয়ুব আলি সহ তার মা ও স্ত্রীকে আটক করে চাপা থানায় নিয়ে যাওয়া হয়েছে।
