লোয়াইরপোয়া ও বাজারিছড়ার দু’টি অটো সংস্থার বিশাল শোভাযাত্রা
বরাক তরঙ্গ, ২২ জানুয়ারি : অযোধ্যায় রামচন্দ্রের প্রাণ প্রতিষ্ঠা সহ ভব্য মন্দিরের উদ্বোধনকে কেন্দ্র করে পাথারকান্দির লোয়াইরপোয়া ব্লকের বাজারিছড়া সহ প্রতিটি এলাকায় এক উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়েছে। রাম ভক্তরা সহ বিজেপি দলের কর্মী সমর্থক সহ সনাতনী ধর্মালম্বী পরুষ মহিলা যুবক যুবতী সহ সব স্তরের লোকজন গৈরিক ধ্বজ লাগিয়ে দলে দলে মিছিলে যোগ দিচ্ছেন। এছাড়া বাজারিছড়া লোয়াইরপোয়া সহ বিভিন্ন এলাকায় গৈরিক ধ্বজ লাগিয়ে সাজিয়ে তোলা হয়েছে স্থানীয় বিভিন্ন বাজার এলাকাকে।পাশাপাশি স্থানে স্থানে আলোক সজ্জা করা হয়েছে।
এদিকে, রবিবার লোয়াইরপোয়া ও বাজারিছড়ার দু’টি অটো রিকশা সংস্থার পক্ষে এক বিশাল শোভাযাত্রা বের করা হয়। এদিন সকাল বেলা লোয়াইরপোয়া তেমাথায় থেকে পতাকা নাড়িয়ে সুবিশাল র়্যালির সূচনা করেন লোয়াইরপোয়া ব্লক মণ্ডল বিজেপির সভাপতি হৃষিকেশ নন্দী। এতে উপস্থিত ছিলেন উভয় অটো সংস্থার কার্যকর্তারা। প্রায় চার শতাধিক অটো নিয়ে এই সুবিশাল র়্যালিটি লোয়াইরপোয়া থেকে যাত্রা শুরু করে বাজারিছড়া ইচাবিল হয়ে কটামণি বাজারে পৌঁছে পুনরায় ফিরে আসে লোয়াইরপোয়াতে। আয়োজক সংস্থার পক্ষে ধ্রুব দত্ত, নিখিল সিনহা, অজয় পাল, হিরু রাজকুমার, মনোজ সিংহ প্রমুখ জানান দীর্ঘ পাঁচশত বছরের প্রতিক্ষার পর রাম মন্দিরের উদ্ভোদন হচ্ছে।এতে সনাতনী লোকেদের মধ্যে ব্যাপক উৎসাহ উদ্দীপনা বিরাজ করছে।স্থানে স্থানে সংঘটিত হচ্ছে নানা ধার্মিক কার্যক্রম। এরই সাথে সঙ্গতি রেখে দুটি অটো সংস্থার পক্ষে আমরা আজ প্রভু শ্রীরামচন্দ্রের প্রতিকৃতি সহযোগে এক শোভাযাত্রার আয়োজন করি। এতে সংস্থার সব সদস্যরা স্বতঃস্ফূর্ত ভাবে অংশ নেন বলে জানান তাঁরা।
হৃষিকেশ নন্দী বলেন, সোমবার রামচন্দ্রের প্রাণ প্রতিষ্ঠা হবে।তাই এদিন সকল সনাতনী লোকেরা দিনের বেলা স্থানীয় মন্দিরে পূজার্চ্চনা করবেন আর সন্ধ্যায় নিজ নিজ গৃহে প্রদীপ প্রজ্বলন করে দীপাবলি উদযাপন করার আহ্বান জানান তিনি।
প্রতিবেদক : মোহাম্মদ জনি, করিমগঞ্জ।