বিশ্বজিৎ আচার্য, শিলচর।
বরাক তরঙ্গ, ১৫ ডিসেম্বর : সাংসদ পরিমল শুক্লবৈদ্য ও বিজেপি কাছাড় স্পোর্টস ফোরামের উদ্যোগে সাংসদ খেল মহোৎসব আয়োজন করা হয়েছে। আগামী ২২ ডিসেম্বর থেকে ২৫ ডিসেম্বর পর্যন্ত চারদিনব্যাপী সাংসদ খেল মহোৎসব অনুষ্ঠিত হবে। সাংসদ খেল মহোৎসবে কাছাড় জেলার সাতটি বিধানসভা কেন্দ্র ভিত্তিক ভলিবল খেলা আয়োজন করা হয়েছে। পরবর্তী সময়ে জেলা ভিত্তিক ডিএসএ ময়দানে ভলিবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হবে। সোমবার শিলচরের কাছাড় জেলা বিজেপি কার্যালয়ে অনুষ্ঠিত এক সাংবাদিক সম্মেলনে একথা জানান জেলা সভাপতি রূপম সাহা।
এদিন সাংবাদিক সম্মেলনে উপস্থিত ছিলেন সাংসদ প্রতিনিধি অমরেন্দ্র পাল, কাছাড় স্পোর্টস ফোরামের শান্তনু রায় ও কোষাধ্যক্ষ মিঠুন রায় প্রমুখ। তাঁরা সাংসদ খেল মহোৎসবের কার্যসূচি তোলে ধরেন। তাঁরা জানান ২২ ডিসেম্বর ৮-৩০ টা থেকে ধলাই বিধানসভা ভিত্তিক আইরংমারা হাইস্কুল ময়দানে, শিলচর বিধানসভা ভিত্তিক টাউন ক্লাব ময়দানে ও সোনাই নিত্য গোপাল হাইস্কুলের ময়দানে ভলিবল টুর্নামেন্ট অনুষ্ঠিত হবে। অনুরূপভাবে ২৩ ডিসেম্বর লক্ষীপুর বিধানসভা ভিত্তিক লক্ষীপুর ময়দানে ও উধারবন্দ বিধানসভা ভিত্তিক কাশীপুর ময়দানে ভলিবল টুর্নামেন্ট, ২৪ ডিসেম্বর বড়খলা বিধানসভা ভিত্তিক ডলু হাইস্কুল মাঠে ও কাটিগড়া বিধানসভা ভিত্তিক কুরকুরি খেলার ময়দানে ভলিবল টুর্নামেন্ট অনুষ্ঠিত হবে। আরও জানান, ২০২২ ও ২০২৩ সালে প্রাক্তন সাংসদ ডাঃ রাজদীপ রায়ের সময় কাছাড় স্পোর্টস ফোরামের উদ্যোগে ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত হয়েছিল। এবার ফোরামের উদ্যোগে ভলিবল টুর্নামেন্ট অনুষ্ঠিত হবে। ভলিবল দলকে অনলাইনে রেজিস্ট্রেশন করতে হবে। প্রথমে বিধানসভা ভিত্তিক খেলা অনুষ্ঠিত হবে। সাতটা টিমের মধ্যে নক আউট পর্বে বিজয়ীদের নিয়ে ২৫ ডিসেম্বর ফাইনাল খেলা হবে এবং রানার্স আপ দল থেকে যে দল বেশি স্কোর পাবে অর্থাৎ আট নম্বর টিম হিসেবে ফাইনালে খেলার সুযোগ পাবে। এছাড়া ফাইনাল খেলার দিন মহিলা ভলিবল টুর্নামেন্ট করার চিন্তা ভাবনা রয়েছে বলেও জানান।
২৫ ডিসেম্বর ভারতরত্ন অটল বিহারী বাজপেয়ীজির জন্ম দিবস। আর এই দিবসকে শ্রদ্ধার সঙ্গে পালনের উদ্দেশ্যে ফাইনাল খেলা আয়োজন করা হয়েছে। তাঁরা জানান, টুর্নামেন্টের বিধানসভা ভিত্তিক চ্যাম্পিয়ন ও রানার্স, বেস্ট স্কোরার ও প্রতিযোগিতায় অংশ গ্রহণকারীদের সার্টিফিকেট প্রদান করা হবে।
বিধানসভা ভিত্তিক চ্যাম্পিয়ন দলকে ৫ হাজার ও রানার্স আপ ৩ হাজার টাকা এবং ফাইনালে চ্যাম্পিয়ন দলকে ১০ হাজার ও রানার্স আপ ৫ হাজার টাকা প্রদান করা হবে বলে জানান তাঁরা। এদিন সাংবাদিক সম্মেলনে দিল্লি অবস্থানরত সাংসদ পরিমল শুক্লবৈদ্য এক ভিডিও বার্তায় সাংসদ খেল মহোৎসবের উদ্দেশ্যে ব্যাখ্যা করেন। খেলা ধূলার মাধ্যমে সাংসদ খেল মহোৎসব হলো একটি ক্রীড়া ও ফিটনেস উৎসব, যার লক্ষ্য হলো তরুণদের মধ্যে খেলাধুলার সংস্কৃতি এবং নেতৃত্ববোধের বিকাশ ঘটানো। এর একটি প্রধান উদ্দেশ্য হলো খেলাধুলা ও ফিটনেসের মাধ্যমে সম্প্রদায়কে একত্রিত করা এবং ‘ফিট ইন্ডিয়া’-র বার্তা প্রতিটি ঘরে পৌঁছে দেওয়া। এই উৎসবে বিধানসভা ও সংসদীয় নির্বাচনী এলাকা—এই তিনটি স্তরে প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে। সাংসদ খেল মহোৎসবের লক্ষ্য হলো তৃণমূল পর্যায়ে ক্রীড়া প্রতিভাদের চিহ্নিত করা ও লালন করা, এবং একই সাথে দেশীয় ও মূলধারার উভয় ধরনের খেলাধুলায় ব্যাপক অংশগ্রহণকে উৎসাহিত করা।


