মোহাম্মদ জনি, পাথারকান্দি।
বরাক তরঙ্গ, ১৪ ডিসেম্বর : পঞ্চায়েত ও গ্রামোন্নয়ন বিভাগের উন্নয়ন ও দায়িত্ববোধে জোর, পাথারকান্দিতে পঞ্চায়েত প্রতিনিধিদের পাঁচ দিবসীয় প্রশিক্ষণ শিবির সফলভাবে সম্পন্ন হল।অসম রাজ্যের পঞ্চায়েত ব্যবস্থাকে আরও শক্তিশালী ও কার্যকর করে তোলার লক্ষ্যে পঞ্চায়েত প্রতিনিধিদের দায়িত্ব ও কর্তব্য সম্পর্কে অধিক সচেতন করে তুলতে পঞ্চায়েত ও গ্রামোন্নয়ন বিভাগের উদ্যোগে পাথারকান্দিতে এক পাঁচ দিবসীয় প্রশিক্ষণ শিবির সফলভাবে সম্পন্ন হয়েছে। পাথারকান্দি বিএড কলেজ প্রাঙ্গণে অনুষ্ঠিত এই অনাবাসিক প্রশিক্ষণ শিবিরে ভৈরবনগর, দু্ল্লভছড়া, লোয়াইরপোয়া এবং পাথারকান্দি আঞ্চলিক পঞ্চায়েতের মোট ৩৯ জন নির্বাচিত পঞ্চায়েত প্রতিনিধি অংশগ্রহণ করেন। রাজ্য পঞ্চায়েত ও গ্রামোন্নয়ন বিভাগের হাইলাকান্দি কেন্দ্রের ব্যবস্থাপনায় এই প্রশিক্ষণ শিবিরটি আয়োজন করা হয়। প্রশিক্ষণ চলাকালীন বিভিন্ন সেশনে উপস্থিত থেকে প্রশিক্ষকরা পঞ্চায়েত প্রতিনিধিদের হাতে-কলমে প্রশিক্ষণ প্রদান করেন। এতে পঞ্চায়েতের সাংবিধানিক দায়িত্ব ও কর্তব্য, প্রশাসনিক কাজকর্ম, স্বচ্ছতা ও জবাবদিহিতার গুরুত্বসহ সরকারের একাধিক গুরুত্বপূর্ণ জনকল্যাণমূলক প্রকল্প সম্পর্কে বিস্তারিত আলোচনা করা হয়। বিশেষভাবে প্রধানমন্ত্রী আবাস যোজনা (PMAY), মহাত্মা গান্ধী জাতীয় গ্রামীণ রোজগার গ্যারান্টি আইন (MGNREGA), জাতীয় সামাজিক সহায়তা কর্মসূচি (NSAP), ওএসআর, সিএসআর, এলএসডিজি, জিপিডিপি সহ অন্যান্য উন্নয়নমূলক প্রকল্পের বাস্তবায়ন পদ্ধতি সম্পর্কে প্রশিক্ষণার্থীদের অবগত করা হয়।
এসআইপিআরডি-র ডিস্ট্রিক্ট রিসোর্স পার্সন সিদ্ধার্থ শেখর পাল চৌধুরী, মনোজিৎ দেব পুরকায়স্থ, দিব্যজ্যোতি দাস, শিবম দেব প্রমুখ অভিজ্ঞ প্রশিক্ষকগণ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ের উপর বিস্তারিত আলোচনা করেন। পাশাপাশি বিভিন্ন লাইন ডিপার্টমেন্টের আধিকারিকরাও উপস্থিত থেকে তাঁদের নিজ নিজ বিভাগের প্রকল্প ও পরিকল্পনা সম্পর্কে পঞ্চায়েত প্রতিনিধিদের অবহিত করেন এবং প্রশ্নোত্তর পর্বে প্রতিনিধিদের বিভিন্ন জিজ্ঞাসার উত্তর দেন। প্রশিক্ষণ শিবিরের শেষে প্রশিক্ষণার্থীরা অনলাইনের মাধ্যমে প্রশিক্ষণকালীন অর্জিত জ্ঞানের উপর ভিত্তি করে প্রস্তুতকৃত বিভিন্ন প্রশ্নের উত্তর প্রদান করেন। সফলভাবে প্রশিক্ষণ সম্পন্ন করার পর পঞ্চায়েত ও গ্রামোন্নয়ন মন্ত্রণালয়ের পক্ষ থেকে প্রত্যেক প্রশিক্ষণার্থীর নামে অনলাইনে সার্টিফিকেট প্রদান করা হয়।
এছাড়াও পাঁচ দিবসীয় এই প্রশিক্ষণ শিবিরে নিয়মিত উপস্থিতি ও সক্রিয় অংশগ্রহণের স্বীকৃতি স্বরূপ আয়োজক সংস্থা পঞ্চায়েত ও গ্রামোন্নয়ন রাজ্য সংস্থার হাইলাকান্দি শাখার পক্ষ থেকে প্রত্যেক প্রশিক্ষণার্থীর হাতে একটি করে শংসাপত্র তুলে দেওয়া হয়। প্রশিক্ষণের দায়িত্বপ্রাপ্ত প্রশিক্ষকরাই এই প্রশংসাপত্র প্রদান করেন। সামগ্রিকভাবে এই প্রশিক্ষণ শিবির পঞ্চায়েত প্রতিনিধিদের দক্ষতা বৃদ্ধি, প্রশাসনিক জ্ঞান উন্নয়ন এবং গ্রামোন্নয়নের কাজে আরও দায়িত্বশীল ভূমিকা পালনে সহায়ক হবে বলে মত প্রকাশ করেন আয়োজক ও অংশগ্রহণকারীরা।


