শিশুতোষ বসাকের স্মৃতিতে ফাইভ এ-সাইড ফুটবল টুর্নামেন্ট রবিবার
ইকবাল লস্কর, শিলচর।
বরাক তরঙ্গ, ১৪ মার্চ : জেলা তথা বরাকের এক সময়ের বহুল পরিচিত ফুটবল সংগঠক শিশুতোষ বসাকে (শিশু)র স্মৃতিতে দ্বিতীয়বারের মতো ফাইভ -এ- সাইড ফুটবল টুর্নামেন্টের আয়োজন করতে যাচ্ছে গ্রিন হর্ণেট ক্লাব। বৃহস্পতিবার হোটেল জেসি ইন্টারন্যাশনালে সাংবাদিকদের ডেকে এসবের জানান দেন আয়োজক সংগঠনের কর্মকর্তারা। স্পনসরার জেসি বিজনেস প্রাইভেট লিমিটেডের কর্ণধার অরূপ চৌধুরীকে পাশে বসিয়ে আয়োজক সংগঠনের সহ সভাপতি অজয় চক্রবর্তী, সচিব অনিমেষ চন্দ, জয়দীপ কর ও টুর্নামেন্ট কমিটির আহ্বায়ক চন্দন শর্মা এদিন সাংবাদিকদের বলেন, শিশুতোষ বসাকের মৃত্যুতে তাদের এটা দ্বিতীয় আয়োজন। স্পোর্টিং ক্লাব গ্রাউন্ডে আগামী রবিবার বসছে এই আসর। আসরে নামবে ১২টি দল। নকআউট ভিত্তিক ফাইনাল সহ ১১টি ম্যাচ হবে।
আহ্বায়ক তথা আয়োজক সংগঠনের কার্যকরী সদস্য চন্দন শর্মা এও জানান, শিশুতোষ বসাকের প্রতি সম্মান জানিয়ে মৃত্যু দিবসে তাদের এই আয়োজন। সহ সভাপতি তার বক্তব্যের পরিসরে এও জানান, খেলার উদ্বোধনের আগে ক্লাবের পতাকা উত্তোলন করার পাশাপাশি শিশুতোষ বসাকের প্রতিকৃতিতে পুষ্পার্ঘ্য অর্পণ করা।
স্পনসরার অরূপ চৌধুরী বলেন, শিশুতোষ বসাকের মতো খেলোয়াড় প্রেমির স্মৃতিতে আয়োজিত এই টুর্নামেন্টে সামিল করতে পেরে নিজেকে ধন্য মনে করছেন। খেলায় প্রথম পুরস্কার হিসেবে নগদ ৭ হাজার টাকা সমেত ট্রফি, দ্বিতীয় পুরস্কার ট্রফি সমেত ৫ হাজার টাকা প্রদান করা হবে। তাছাড়া ব্যক্তিগত পুরস্কারের মধ্যে টুর্নামেন্ট সেরাকে ট্রফি সহ ১ হাজার টাকা এবং টপ স্কোরার, বেস্ট গোল কিপার ও ম্যান অব দ্যা ফাইনালকে ট্রফি সমেত পাঁচশত টাকা প্রদান করা হবে। টুর্নামেন্টে অংশগ্রহণকারী দলের মধ্যে গ্রিন হর্ণেট খেলবে করণ একাদশের বিপক্ষে। ইটখলা এফ এ খেলবে সিঙ্গেরবন্দ এফ এ (বি)- বিরুদ্ধে।ভেটারেন এফ সি খেলবে শিলচর ফুটবল আ্যাকাডেমি (বি)-র বিপক্ষে, কাছাড় স্পোর্টিং ক্লাব খেলবে সিঙ্গেরবন্দ (এ)- বিরুদ্ধে। শিলচর ফুটবল আ্যাকাডেমি (এ) খেলবে রামপুর এফএ-র বিরুদ্ধে এবং অরুনাচল এস এস খেলবে রসুল ফাইভ স্টার এফ সি -র বিরুদ্ধে।