মেহেরপুর বিরবল বাজারে বিধ্বংসী অগ্নিকাণ্ড, পুড়ল দু’টি দোকান
বিশ্বজিৎ আচার্য, শিলচর।
বরাক তরঙ্গ, ৪ মে : শিলচর হাইলাকান্দি রোডের মেহেরপুর বিরবল বাজারে বিধ্বংসী অগ্নিকাণ্ডে পুড়ে ছাই হয়ে গেল দু’টি দোকান। অল্পের জন্য রক্ষা পেলো বেশ কয়েকটি দোকান। শুক্রবার গভীর রাতে ঘটনাটি ঘটে।
জানা যায়, রাস্তা দিয়ে যাওয়ার সময় লোকরা মেহেরপুর বিরবল বাজারের সামনে প্রথমে একটি দোকানে আগুন দেখতে পেয়ে হাল্লা চিৎকার শুরু করেন। পরে বাজার মালিক ও স্থানীয়রা সঙ্গে সঙ্গে আগুন নিভাতে চেষ্টা করেন এবং অগ্নি নির্বাপককে খবর দেন। পরে স্থানীয়দের সহায়তায় এবং দমকল কর্মীরা আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হন। অল্পের জন্য স্থানীয় বেশ কয়েকটি দোকান রক্ষা পেলেও দু’টি দোকান পুড়ে ছারখার হয়ে যায়।
স্থানীয় উত্তম সাহার লোকনাথ স্টোর নামের একটি স্টেশনারি দোকান এবং তৈয়বুর রহমান লস্করের একটি পাইকারি চাল এবং লোকাল সুপারির দোকানে বেশ ক্ষয়ক্ষতি হয়েছে। ক্ষয়ক্ষতির পরিমাণ কয়েক লক্ষাধিক টাকা হবে বলে জানিয়েছেন ব্যবসায়ী তৈয়বুর রহমান লস্কর। তিনি সরকারের কাছে আর্থিক সাহায্যর আবেদন জানিয়েছেন। তবে কি ভাবে আগুনের সূত্রপাত সে সম্পর্কে কিছু জানা যায়নি। অনুমান করা হচ্ছে বিদ্যুতের শট সার্কিট থেকে এ ঘটনা ঘটেছে।