বঙ্গোপসাগরে তৈরি হচ্ছে ঘূর্ণিঝড়
১০ এপ্রিল : বঙ্গোপসাগরে ফের একবার ঘূর্ণিঝড়ের পরিস্থিতি তৈরি হয়েছে। হাওয়া অফিস বলছে ১১ তারিখ থেকে ফের কলকাতাসহ দক্ষিণবঙ্গের একাধিক জেলায় ব্যাপক বৃষ্টির সম্ভাবনা তৈরি হচ্ছে। সেই বার্তাই দিচ্ছে আলিপুর আবহাওয়া দপ্তর। এমনিতেই মঙ্গলবার পর্যন্ত জেলায় জেলায় ঝড়, বৃষ্টির পূর্বাভাস রয়েছে। তার উপর বঙ্গোপসাগরে সাইক্লোনিক সিচুয়েশন তৈরি হওয়ার ফলে ১১ তারিখ অর্থাৎ বৃহস্পতিবার থেকে বাড়বে ঝড়, বৃষ্টি।