গাড়ির ধাক্কায় সাহাবাদে গুরুতর আহত এক শিশু, অবরোধ, উত্তেজনা
এবি লস্কর, লালা।
বরাক তরঙ্গ, ৬ জুলাই : দ্রুতগামী একটি স্কোরপিও গাড়ির ধাক্কায় গুরুতর জখম হয়েছে বছর নয়ের এক শিশু। মর্মান্তিক এই সড়ক দুর্ঘটনাটি ঘটেছে শনিবার কাটলিছড়ার সাহাবাদ বাইপাসে বিকেল সাড়ে তিনটে নাগাদ। জানা গেছে, রাস্তার পাশ ধরে সাইকেল নিয়ে স্কুলছাত্র মজিবুর রাহমান বাড়ি যাচ্ছিল। ঠিক তখনই লালা অভিমুখে যাওয়া একটি দ্রুতগামী স্কোরপি গাড়ি সজোরে ধাক্কা মেরে সাইকেল সহ শিশু রাস্তায় ফেলে পালিয়ে যায় গাড়ি চালক। ঘটনার পরই পাশ দিয়ে কাটলিছড়া পুলিশের একটি দল যাচ্ছিল গাড়ি নিয়ে। স্থানীয় জনতা সাহায্য চেয়ে আবেদন জানালে পুলিশ এতে পাত্তা দেইনি বলে গুরুতর অভিযোগ উঠেছে। মানবিক দৃষ্টিকোন থেকে জরুরীভিত্তিক অবস্থায় পুলিশের একটুও সাহায্য না পাওয়ায় ক্ষোভে ফেটে পড়েন জনতা। রাস্তা অবরোধ গড়ে তুলেন।আটকা পড়ে বহু গাড়ি। স্থানীয় জনতা আহত শিশুকে সঙ্গে সঙ্গে তুলে নিয়ে যান কাটলিছড়া প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে। গাড়ির ধাক্কায় তার মাথার পেছন দিক ফেটে গিয়ে ব্যাপক রক্তক্ষরণ ঘটে। অবস্থা গুরুতর হওয়ায় কর্তব্যরত চিকিৎসকরা তাকে শিলচর মেডিক্যাল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়। সেখানে পৌছার পর শিশু অবস্থা দেখে ডাক্তাররা গুয়াহাটি নিয়ে যাওয়ার পরামর্শ দিলে শিশুর বাবা দিনমজুর রেশিম উদ্দিন তালুকদার চোখে সর্ষে ফুল দেখছেন। কি করবেন ভেবে চিন্তে পাচ্ছেন না।
এদিকে, দুর্ঘটনার পর উত্তাল হয়ে উঠে সাহাবাদ বাইপাস এলাকা। সড়ক অবরোধ করে তীব্র প্রতিবাদে ফেটে পড়েন স্থানীয় জনতা। দুর্ঘটনার পরপরই পুলিশের গাড়ি ওই অঞ্চল পেরিয়ে যাওয়ার সময় স্থানীয় মানুষ ঘাতক গাড়িটিকে ধাওয়া করে পাকড়াও করার অনুরোধ জানালে কাটলিছড়া থানার ওসি জরুরি মিটিঙের অজুহাতে এড়িয়ে যান বলে অভিযোগ উঠেছে। পুলিশের গা ছাড়া ভাব লক্ষ্য করে স্থানীয় মানুষ ক্ষুব্ধ হয়ে জাতীয় সড়কের বাইপাসে অবরোধ করে তোলেন সঙ্গে সঙ্গেই। তারা ঘটনাস্থলে জেলা আয়ুক্ত এবং জেলার ডিটিওকে আসার দাবিতে মুখর হয়ে ওঠেন৷ অবশেষে আন্দোলনকারীদের সব দাবিকে গুরুত্ব প্রদান করলে প্রায় ২ ঘন্টা পর রাস্তা অবরোধ মুক্ত হয়।