নগাঁওয়ে একটি কেন্দ্রে মৃত মানুষের ভিড়, মামলা
বরাক তরঙ্গ, ২৭ এপ্রিল : মৃত মানুষ ভোট দিতে কেন্দ্রে ভিড় করলেন। আশ্চর্যজনক হলেও এটাই সত্যি। রাজ্যে দ্বিতীয় দফার ভোটে নগাঁও লোকসভা কেন্দ্রের একটি গ্রামে এমন ঘটনায় আলোচিত হয়েছে।
এই গ্রামের ৩০ জন মৃত মানুষ শুক্রবার ভোট কেন্দ্রে ভোট দিতে এসেছিলেন। এতে সৃষ্টি হয় তীব্র প্রতিক্রিয়াী। কদমণি পাথর ও তাদের নিজ জুড়িয়া গ্রামের এই মানুষরা ভোট দিতে এসে দেখেন ভোটার তালিকায় তাঁরা মৃত।
ফলে এসব মানুষ ভোট থেকে বঞ্চিত হয়েছেন। কিন্তু তখন প্রশ্ন জাগে এই মানুষগুলো কার ষড়যন্ত্রের শিকার? এই জনগণ তাদের গণতান্ত্রিক অধিকার থেকে বঞ্চিত হল এটা কার দোষ?
গ্রামেট দুই ব্যক্তি এ নিয়ে থানায় মামলা করেন। তাদের অভিযোগ, উভয় গ্রামের প্রায় ৩০ জন আজ ভোট দিতে গেলেও ভোট না দিয়ে ফিরে যান। ভোটার তালিকায় তাদের মৃত ঘোষণা করা হয়েছে।