২১ নভেম্বর : দুবাই এয়ারশোর শেষ দিনের দুপুরের ডেমো প্রদর্শনের সময় (২১ নভেম্বর, শুক্রবার) ভারতীয় তেজস যুদ্ধবিমান বিধ্বস্ত হয়েছে। ঘটনাটির পরপরই উদ্ধার কার্যক্রম শুরু হয় এবং প্রদর্শনী সাময়িকভাবে স্থগিত রাখা হয়। উপস্থিত দর্শকদের দ্রুত প্রদর্শনী এলাকা থেকে নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়।
বিশ্বের বৃহত্তম বিমান প্রদর্শনীর অন্যতম এই দুবাই এয়ারশো এবছর ১৭ নভেম্বর থেকে শুরু হয়েছে এবং চলবে ২৪ নভেম্বর পর্যন্ত। এবারের শোতে বিশ্বের বিভিন্ন দেশের ১,৫০০-রও বেশি কোম্পানি অংশগ্রহণ করছে, যেখানে অত্যাধুনিক বিমান প্রযুক্তি, প্রতিরক্ষা ব্যবস্থা এবং বিমান চলাচল সংক্রান্ত নানা প্রদর্শনী রাখা হয়েছে।
আকাশপথে প্রদর্শনী চলাকালীন স্থানীয় সময় দুপুর ২টা ১০ মিনিট নাগাদ বিমানটি হঠাৎই নিয়ন্ত্রণ হারিয়ে ভেঙে পড়ে।
সূত্রের খবর, ‘হিন্দুস্তান অ্যারোনটিকস লিমিটেড’ (HAL)-এর তৈরি এই যুদ্ধবিমানটি বিধ্বস্ত হওয়ার পর দুবাইয়ের আল মাকতুম আন্তর্জাতিক বিমানবন্দরের কাছাকাছি এই দুর্ঘটনাস্থল ঘন কালো ধোঁয়ায় ঢেকে যায়। দুর্ঘটনার কেন্দ্রবিন্দুতে ছিল পাইলটের নিরাপত্তা নিয়ে ঘোর অনিশ্চয়তা। তবে ইতিমধ্যেই ভারতীয় বায়ুসেনার (Indian Air Force-IAF) পক্ষ থেকে জানান হয়েছে যে, দুর্ঘটনায় পাইলটের মৃত্যু ঘটেছে।


