শতাধিক গাড়ি চুরি করে বিক্রি, প্রতারক রূপম শইকিয়া গ্রেফতার
বরাক তরঙ্গ, ২৮ আগস্ট : রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে শতাধিক গাড়ি চুরি করে কৌশলে অন্য লোককে বিক্রি করে আসা মহা-প্রতারক রূপম শইকিয়াকে যোরহাট পুলিশের সহযোগিতায় গ্রেফতার করেছে দিসপুর পুলিশ। রূপমের গ্রেফতারের ফলে প্রকাশ্যে এসেছে রাজ্যে সংঘটিত হয়ে আসা এক বৃহৎ প্রতারণা চক্রের কাহিনী।
যোরহাটের অজন্তা বাইপাসের নিকটবর্তী এক ভাড়া বাড়িতে নিজেকে পরিবহন বিভাগের এনফোর্সমেন্ট ইন্সপেক্টর বলে পরিচয় দিয়ে আত্মগোপন করে ছিল রূপম শইকিয়া। রূপমের অপরাধের কাহিনী শুনলে বিস্ময়ে চোখ কপালে উঠবে। SCORPIO, BOLERO, ERTIGA, FRONX, THAR, XUV-এর মতো শতাধিক দামী গাড়ি নিয়ে উধাও হয়েছিল এই মহা-প্রতারক। ধুরন্ধর রূপমের বিরুদ্ধে রাজ্যের বিভিন্ন স্থানে প্রায় ১১টি মামলা রুজু রয়েছে। বরপেটা, নলবাড়ি, দরং, চানমারি, ফটাশিল, বশিষ্ঠ, পানবাজার, পল্টনবাজার থানায় একাধিক মামলা রয়েছে তার বিরুদ্ধে।
আসলে গাড়ি ক্রেতা বহু মানুষকে প্রতারণা করে লুটে নিয়েছে রূপম। কখনো নিজেকে ট্রাভেল এজেন্সির মালিক আবার কখনও EPFO-এর কর্মকর্তা বলে পরিচয় দিয়ে প্রতারণার জাল বিস্তার করেছিল সে। OIL, L&T সহ বিভিন্ন প্রতিষ্ঠানে গাড়ির প্রয়োজন বলে দাবি করে লোকজনকে প্রলোভন দেখিয়ে তাদের মাধ্যমে গাড়ি ক্রয় করাত। প্রকৃত মালিক গাড়ি কেনার পর রূপম তাদের সঙ্গে লিজ চুক্তি করত। এরপরই শুরু হত আসল খেলা।
গাড়ির মালিকদের সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন করে দিত রূপম। আর যখন ভুক্তভোগীরা গাড়ি সম্পর্কে জানতে চাইত, তখন সে দাবি করত গাড়ি চুরি হয়েছে। এভাবে প্রতারণার মাধ্যমে সংগৃহীত গাড়িগুলো মির্জার বজরঙ্গী কার শোরুম-এর মালিক রিংকু ও জিতুর সঙ্গে মিলে বিক্রি করত। ওই শোরুমেই জলের দামে বিক্রি হত বহু “চুরি করা” বিলাসবহুল গাড়ি। মাত্র ৫-৬ লক্ষ টাকায় বিক্রি হয়েছিল বিলাসবহুল SCORPIO, BOLERO, আর ৩-৪ লক্ষ টাকায় বিক্রি হয়েছিল Belano, Fronx-এর মতো গাড়ি।
এই বৃহৎ চক্রের মাস্টারমাইন্ড রূপম শইকিয়াকে যোরহাট থেকে গ্রেফতারের পর বৃহস্পতিবার সকালে তার ভাড়া বাড়িতে তল্লাশি অভিযান চালায় পুলিশ। তাকে আদালতে হাজির করে ৫ দিনের জিম্মায় জিজ্ঞাসাবাদ করা হবে বলে জানা গেছে। রিংকু ও জিতুর সন্ধানে অভিযান অব্যাহত রয়েছে। পুলিশের ধারণা, এই বৃহৎ প্রতারণা চক্রের সঙ্গে আরও কিছু লোক জড়িত থাকতে পারে।