খোয়াইতে দুই নেশা কারবারী সহ ব্রাউন সুগার উদ্ধার

যশপাল সিং, আগরতলা।
বরাক তরঙ্গ, ২৭ আগস্ট : খোয়াইয়ে নেশার বিরুদ্ধে অভিযানে আরও এক সাফল্য পেল পুলিশ। খোয়াই থানার পুলিশ মহারাজগঞ্জ (পুরান) বাজার এলাকা থেকে একটি ইকো গাড়ি সহ বিপুল পরিমাণ ব্রাউন সুগার উদ্ধার করেছে। এই ঘটনায় দুজনকে গ্রেপ্তার করা হয়েছে। একজন কমলপুর নিবাসী শিবশঙ্কর দত্ত  এবং দ্বিতীয় জন খোয়াই দুর্গানগরস্থিত হঠাৎ কলোনী নিবাসী দেবব্রত শীল। 

খোয়াই থানার ভারপ্রাপ্ত ওসি কৃষ্ণধন সরকারের নেতৃত্বে পুলিশ বাহিনী গোপন সংবাদের ভিত্তিতে মহারাজগঞ্জ (পুরান) বাজার এলাকায় এই অভিযান চালায়। অভিযানে একটি ইকো গাড়ি থেকে বিপুল পরিমাণ ব্রাউন সুগার উদ্ধার হয়। পুলিশ ঘটনাস্থল থেকে কমলপুরের বাসিন্দা শিবশঙ্কর দত্ত এবং খোয়াইয়ের বাসিন্দা দেবব্রত শীলকে গ্রেফতার করেছে। তাদের বিরুদ্ধে এনডিপিএস (NDPS) আইনের ২১, ২৫ এবং ২৯ নম্বর ধারায় একটি নির্দিষ্ট মামলা (কেস নং ৩৮/২৫) রুজু করা হয়েছে।

Spread the News
error: Content is protected !!