চাকরি পাইয়ে দেওয়ার নামে প্রতারণা, অভিযুক্তকে আটক করে পুলিশের দিলেন ভুক্তভোগীরা
বরাক তরঙ্গ, ২৪ মে : জলসম্পদ বিভাগে চাকরি পাইয়ে দেওয়ার নামে শিলচর তারাপুর এলাকার ১৭ লক্ষ সহ বরাকের বহু লোকের কাছ থেকে প্রায় ৪২ লক্ষ টাকা নিয়ে উধাও হয়ে গিয়েছিল শিলচর ঘুংগুর এলাকার নিশীথরঞ্জন দাস নামে প্রতারক। দু’বছর পর তাকে পেয়ে আটক করেন প্রতারণার শিকার হওয়া তারাপুরের লোকরা।
শুক্রবার এই প্রতারক চক্রের একজন শিলচর ঘুংগুর এলাকার বাসিন্দা নিশীথ দাসকে পাকড়াও করে সমঝে দেওয়া হয় পুলিশের হাতে। আটক ব্যক্তির সূত্রে জানা গেছে রাজ্যজুড়ে ছড়িয়ে থাকা প্রতারক চক্রের সঙ্গে জড়িত রয়েছেন গুয়াহাটির এক প্রভাবশালী ঠিকাদার ও গৌহাটি হাইকোর্টের এক
আইনজীবী সহ আরও কয়েকজন।
সাংবাদিকরা অভিযুক্ত নিশীথকে জিজ্ঞাসা করলে সে জানায়, তার সঙ্গে গুয়াহাটির চেতিয়া পদবীর এক ব্যবসায়ী, হাইকোর্টের কলিতা পদবীর আইনজীবী সহ শিলচরের ও বেশ কয়জন জড়িত রয়েছে এই ঘটনায়। বর্তমানে পুলিশ ঘটনার তদন্ত চালিয়ে যাচ্ছে।
প্রতারিতরা জানান, শুধু তারাপুর এলাকার কয়েকজনকে নিযুক্তির টোপ দিয়ে এই চক্র হাতিয়ে নিয়েছে ১৭ লক্ষ টাকা। আর দাস পদবীর ওই ব্যক্তির স্বীকারোক্তি অনুযায়ী, গোটা বরাক উপত্যকা থেকে তার মারফত সংগ্রহ করা হয়েছে ৪২ লক্ষ টাকা। প্রতারিতরা জানিয়েছেন, তারা সবাই ওই ব্যক্তিকে অর্থ দিয়েছেন ২০২২ সালে। জলসম্পদ বিভাগে নিযুক্তির জন্য অর্থ নেওয়ার সময় ওই ব্যক্তি জানায়, একটি মামলার সূত্রে বেশ কিছু নিযুক্তি হবে। এই সুযোগে তালিকায় জুড়ে দেওয়া হবে তাদের নামও।
