মঙ্গলবার থেকে সোনাই রোডে গণেশ চতুর্থী মহোৎসব
বরাক তরঙ্গ, ২৫ আগস্ট : আলোয় সেজে উঠেছে সোনাই রোড। আগামীকাল মঙ্গলবার থেকে গণেশ চতুর্থী মহোৎসব শুরু হবে লিঙ্করোডের সামনে শিবমন্দির সংলগ্নে। প্রস্তুতি প্রায় শেষ। সেখানে কয়েক বছর ধরে ধারাবাহিক ভাবে এই মহোৎসবের আয়োজন করে আসছে সোনাই রোড সর্বজনীন গণেশ পূজা কমিটি। এবছরও গণেশ পূজার বিশাল আয়োজন করছে কমিটি। পূজার্চনার পাশাপাশি রয়েছে সাংস্কৃতিক কর্মসূচিও।
আগামীকাল মঙ্গলবার সন্ধ্যায় শুরু হবে পূজার্চনা। চলব শনিবার পর্যন্ত। উদ্বোধন করবেন রামকৃষ্ণ মিশনের মহারাজ। উদ্বোধন মহারাজ কর্তৃক। কর্মসূচিতে রয়েছে প্রতিদিন অঞ্জলী প্রদান দুপুর ১২টা থেকে। থাকছে
প্রতিদিন নৃত্য প্রতিযোগিতা। প্রতিদিন মহাপ্রসাদ বিতরণ দুপুর বেলা। এছাড়া প্রতিদিন সন্ধ্যায় আরতী ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হবে।
শ্রীশ্রী গণেশবাবার শ্রীচরণে পুষ্পাঞ্জলি দেওয়া সহ অনুষ্ঠানে স্বপরিজন উপস্থিত থেকে আয়োজনকে সফল করে তোলার আহ্বান জানান কমিটির উপদেষ্টা শ্যামল বণিক।
পুজো কমিটিতে রয়েছেন শ্যামল বণিক, পিকু রায়, সুমন দে, বিল্টু পাল, সঞ্জয় সাহা, কুলু কংসবণিক ও যিশু দে (উপদেষ্টামণ্ডলী), মিঠুন দেব (সভাপতি), দিলীপ পাল ও পান্না ভৌমিক (উপ-সভাপতি), বাচ্চু পাল (সাধারণ সম্পাদক), তাপস পাল ও প্রমোদ সাহু (যুগ্ম সম্পাদক), সুমন দত্ত ও কুটন মালাকার (কোষাধ্যক্ষ)