২১ নভেম্বর : শুক্রবার ৫.৭ মাত্রার তীব্র ভূমিকম্পে কেঁপে ওঠে বাংলাদেশ। এই কম্পনে ওপার বাংলার রাজধানী ঢাকার বংশাল কসাইটুলিতে ৫ তলা ভবনের রেলিং ধসে ৩ জনের মৃত্যু হয়েছে বলে সেদেশের সংবাদমাধ্যমের তরফে জানানো হয়েছে। ধ্বংসস্তূপ সরিয়ে চলছে উদ্ধারকাজ। মৃতের সংখ্যা বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। ভূমিকম্পের জেরে ঢাকা সহ বাংলাদেশের একাধিক এলাকায় বহু বহুতল হেলে পড়েছে এবং কোথাও ফাটল ধরা পড়েছে বলে জানা যাচ্ছে
মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা (ইউএসজিস) বলছে, রিখটার স্কেলে ভূমিকম্পটির তীব্রতা ছিল ৫ দশমিক ৭। ভূমিকম্পের কেন্দ্রস্থল নরসিংদী। চাঁদপুর, নীলফামারী, সীতাকুণ্ড, সিরাজগঞ্জ, নারায়ণগঞ্জ, পটুয়াখালী, বগুড়া, বরিশাল, মৌলভীবাজার থেকে ভূমিকম্প অনুভূত হওয়ার খবর পাওয়া গেছে।


