মিস ইউনিভার্সের মুকুট মেক্সিকোর ফতিমার মাথায়


২১ নভেম্বর : মিস ইউনিভার্সের মুকুট মাথায় উঠল মেক্সিকোর সুন্দরী ফাতিমা বশ-এর মাথায়। শুক্রবার ভারতীয় সময় সকালে থাইল্যান্ডে কঠিন প্রতিদ্বন্দ্বীদের মোকাবিলা করে তিনি এই খেতাব জিতে নিলেন। উল্লেখ্য ভারতসুন্দরী মণিকা বিশ্বকর্মা চূড়ান্ত পর্যায়ে ওঠার আগেই বাদ পড়ে যান। ফাতিমার পরেই রানার আপের খেতাব জিতেছেন ভেনেজুয়েলার সুন্দরী স্টেফানি আবাসালি।

থাইল্যান্ডে অনুষ্ঠিত ৭৪তম মিস ইউনিভার্স প্রতিযোগিতায় ১২০টি দেশের প্রতিযোগীকে পরাজিত করে তিনি এই খেতাব অর্জন করেন ফাতিমা। ভারতবাসীর নজর ছিল মনিকা বিশ্বকর্মার উপরে। কিন্তু মনিকা বিশ্বকর্মা শীর্ষ ১২ রাউন্ড থেকে বাদ পড়ে যান ৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *