সোনাইয়ে জয়ী বাজাজ ফাইন্যান্স ইলেভেন

শামিম বড়ভূইয়া, সোনাই।
বরাক তরঙ্গ, ৪ আগস্ট : রোমাঞ্চকর ম্যাচ! গোল হজম করে সমতায় ফিরে ম্যাচ পকেটে নিল বাজাজ ফাইন্যান্স ইলেভেন। সোনাই ওপেন প্রাইজমানি ফুটবল টুর্নামেন্টে ২-১ এনএইচ এফসি হাওইথাং-কে হারিয়ে কোয়ার্টার ফাইনালে স্থান করে নিল বাজাজ ফাইন্যান্স ইলেভেন। সোমবার সোনাই ফুটবল অ্যাকাডেমির পরিচালনায় ও এনজিও প্যারাডাইস এবং মুন্না লস্করের সৌজন্যে ওপেন প্রাইজমানি ফুটবল টুর্নামেন্টে এক দুর্দান্ত ম্যাচ উপভোগ করলেন দর্শকরা।

খেলার শুরু থেকেই উত্তেজনায় ভরপুর ছিল। ম্যাচের ২৫ মিনিটে এনএইচ এফসি-র তাউইয়া গোল করে দলকে এগিয়ে দেয়। তবে মাত্র ৪ মিনিট পর, ২৯ মিনিটে বাজাজ ফাইন্যান্সের মোসেস সমতা ফেরায়। প্রথমার্ধ্ব শেষ হয় ১-১ গোলে। দ্বিতীয়ার্ধে, ৪৯ মিনিটে রাতুলের দুর্দান্ত গোলে বাজাজ ফাইন্যান্সের জয় নিশ্চিত হয়।

খেলায় সেরা পুরস্কার পান রাতুল। তাঁর হাতে “ম্যান অব দ্য ম্যাচ” পুরস্কার তুলে দেন বিশেষ অতিথি ও টুর্নামেন্টের পৃষ্ঠপোষক মবজ্জিল হোসেইন বড়ভূইয়া (এনজিও প্যারাডাইস) এবং বাজাজ ফাইন্যান্স-এর মুন্না লস্কর।

ম্যাচ পরিচালনা করেন শামিম আহমেদ বড়ভূইয়া, ইজাজ আহমেদ, সাহিদ চৌধুরী ও হোসেন আহমেদ। আগামীকাল মুখোমুখি হবে
রিপন এফসি (সোনাই আঞ্চলিক) বনাম কাজিডহর এফসি।

Spread the News
error: Content is protected !!