কাছাড় কলেজের স্থায়ী অধ্যক্ষ হিসেবে নিযুক্ত অধ্যাপক অপ্রতিম নাগ
বরাক তরঙ্গ, ২৫ জুলাই : দীর্ঘদিন পর স্থায়ী অধ্যক্ষ পেল কাছাড় কলেজ। শিলচরের ঐতিহ্যবাহী কাছাড় কলেজের স্থায়ী অধ্যক্ষ হিসেবে নিযুক্তি পেলেন ড. অপ্রতিম নাগ। বৃহস্পতিবার রাজ্যের উচ্চশিক্ষা দফতর এক নির্দেশে তাঁকে এই নিযুক্তি দিয়েছে।
উল্লেখ্য, ড. সিদ্ধার্থশঙ্কর নাথ ইস্তফা দেওয়ার পর কয়েকমাস ধরে কলেজের অধ্যক্ষ পদ খালি পড়ে ছিল। ভারপ্রাপ্ত হিসেবে বানিজ্য শাখার অধ্যাপক রতনলাল দাস দায়িত্ব পালন করেন। এবার স্থায়ী অধ্যক্ষ হিসেবে দায়িত্ব পান শিলচর গুরুচরণ কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ ড. অপ্রতিম নাগ।
