বাঁশকান্দি উন্নয়ন খণ্ডের অধীন চার নির্দল এপি সদস্য বিজেপিতে ভিড়লেন

বরাক তরঙ্গ, ২১ জুলাই : বাঁশকান্দি উন্নয়ন খণ্ডের অধীন চারটি জিপির নির্দল আঞ্চলিক পঞ্চায়েত সদস্যরা আর নির্দলই থাকলেন না। অবশেষে শাসকদলের ছত্রছায়ায় আস্তানা করলেন নিজের। সোমবার চারজন নির্দল প্রার্থী এবং তাদের প্রতিনিধিদের নিয়ে বিজেপিতে যোগদান করলেন। দলের আদর্শ, নেতৃত্ব ও উন্নয়নমূলক কাজকর্মে অনুপ্রাণিত হয়ে ভারতীয় জনতা পার্টিতে যোগদান তাঁরা দলীয় ভ্যারিফাইড ফেসবুকের মাধ্যমে জানা যায়।

বাঁশকান্দি উন্নয়ন খণ্ডের অধীন চার নির্দল এপি সদস্য বিজেপিতে ভিড়লেন

মাসখানেক আগে সোনই বিধায়ক করিম উদ্দিন বড়ভূইয়ার তত্বাবধানে চার নির্দল প্রার্থী তৃণমূল কংগ্রেসের প্রার্থীকে সঙ্গে নিয়ে বোর্ড গঠন করতে চলেছিলেন। কিন্তু কংগ্রেস তাদের এই স্বপ্ন সাকার হতে দেয়নি। তৃণমূল প্রার্থীকে কংগ্রেস টেনে নেয়। বোর্ড গঠন করতে না পেরে এবার হয়তো শক্তিশালী বিরোধী হিসেবে নিজেকে তৈরি করতে বিজেপিতে ভিড়লেন সাতকরাকান্দি জিপির সাবিনা হাবিব বড়ভূইয়া ও তাঁর স্বামী সামসুল ইসলাম বড়ভূইয়া, নিয়াইরগ্রাম-বাগপুর জিপি থেকে সুলফানা বেগম মজুমদার, কৃষ্ণপুর জিপি থেকে আঞ্জুমনারা নাজ লস্কর ও প্রতিনিধি অলক লস্কর  এবং গোবিন্দপুর-বাঁশকান্দি জিপি থেকে ফারুক আহমদ চৌধুরী। তাঁদের বিজেপির জেলা সভাপতি রূপম সাহা দলে স্বাগত জানান। এতে উপস্থিত ছিলেন অমিতাভ রাই, নজরুল ইসলাম লস্কর সহ অন্যান্যরা।

বাঁশকান্দি উন্নয়ন খণ্ডের অধীন চার নির্দল এপি সদস্য বিজেপিতে ভিড়লেন
Spread the News
error: Content is protected !!