সোনাইয়ে সহজ জয় পেল এমবি অ্যাসোসিয়েটের
শামিম বড়ভূইয়া, সোনাই।
বরাক তরঙ্গ, ২০ জুলাই : সোনাইয়ে ওপেন প্রাইজমানি ফুটবল টুর্নামেন্টে সহজ জয় পেল এমবি অ্যাসোসিয়েট সোনাই রোড। রবিবার তারা ৪-০ গোলে হারিয়েছে বারিকনগর এফসি-কে। সোনাই ফুটবল অ্যাকাডেমির পরিচালনায় নিত্যগোপাল হায়ার সেকেন্ডারি স্কুলের মাঠে আয়োজিত খেলায় হ্যাটট্রিক গোল করেন মানা মার। তিনি ১৫, ২৫ ও ৫০ মিনিটে গোল করেন। ৫২ মিনিটে গোল করেন বোয়া মার। এভাবে এক এক করে চারটি গোল হজম করতে হয় বারিকনগরকে। গোলের খাতা না খোলতে পারেনি বারিকনগর। খেলার সেরা পুরস্কার মানা মার। তাঁর হাতে পুরস্কার তুলে দেন বাজাজ ফাইনান্সের কালেকশন ম্যানেজার মুস্তাক বড়লস্কর ও সোয়াইব আক্তার।
এ দিন খেলা পরিচালনা করেন শামিম আহমদ বড়ভূইয়া, ইজাজ আহমেদ, সাহিদ আহমদ চৌধুরী ও মকসুদ আলম। আগামীকাল খেলবে জামিল এফসি ভাগা ও মতিনগর ফুটবল অ্যাকাডেমি।