রাজ্যে জমি বেদখল মুক্তির পক্ষে শ্রীভূমি জেলা বিজেপির পদযাত্রা মুখ্যমন্ত্রীকে কৃতজ্ঞতা

মোহাম্মদ জনি, শ্রীভূমি।
বরাক তরঙ্গ, ১৫ জুলাই : অসমে অবৈধভাবে দখলকৃত সরকারি জমি পুনরুদ্ধারের উদ্যোগের প্রতি সমর্থন ও রাজ্যের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মার প্রতি কৃতজ্ঞতা জানিয়ে এক পদযাত্রা বের হল শ্রীভূমিতে। মঙ্গলবার শ্রীভূমি জেলা বিজেপি বের করে এই পদযাত্রা। সকালে জেলা কার্যালয় থেকে সূচনা হওয়া এই পদযাত্রা শহরের প্রধান প্রধান সড়ক পরিক্রমা করে আম্বেদকর পার্কে এসে সমাপ্ত হয়। সারা শ্রীভূমি শহরজুড়ে ছিল উত্তেজনার আবহ, দলীয় পতাকা, ব্যানার এবং দেশপ্রেমমূলক স্লোগানে মুখরিত ছিল রাজপথ। “জমির দখল নয়, আইনের শাসন চাই”, “হিমন্তজি এগিয়ে চলুন, আমরা আছি” — এমন স্লোগান গর্জে উঠেছিল পথজুড়ে।

এই পদযাত্রার মাধ্যমে বিজেপি প্রকাশ করল, অসমের গরুখুটি, লখিমপুর, ধুবড়ি এবং গোয়ালপাড়ার পাইকান এলাকায় অবৈধভাবে দখল করা সরকারি জমি উদ্ধারের জন্য বিজেপি সরকার যে কঠোর ব্যবস্থা নিচ্ছে, তা শুধু আইন রক্ষাই নয়, বরং সাধারণ মানুষের স্বার্থ রক্ষার জন্য অত্যন্ত প্রয়োজনীয় পদক্ষেপ।

রাজ্যে জমি বেদখল মুক্তির পক্ষে শ্রীভূমি জেলা বিজেপির পদযাত্রা মুখ্যমন্ত্রীকে কৃতজ্ঞতা

পদযাত্রা শেষে আম্বেদকর পার্কে এক আলোচনা সভার আয়োজন করা হয়। সেখানে উপস্থিত ছিলেন রাজ্যের পশুপালন ও পশু চিকিৎসা বিভাগের মন্ত্রী কৃষ্ণেন্দু পাল। বক্তব্য রাখতে গিয়ে তিনি বলেন, জমিগুলো দীর্ঘদিন ধরে অবৈধ দখলে ছিল, সেগুলিকে ফিরিয়ে এনে সরকারের দায়িত্বশীলতা প্রমাণ করেছেন আমাদের মুখ্যমন্ত্রী ড. হিমন্ত বিশ্ব শর্মা। এটি শুধু প্রশাসনিক পদক্ষেপ নয়, এটা হলো জনমানুষের অধিকার পুনঃপ্রতিষ্ঠা।”

রাজ্যে জমি বেদখল মুক্তির পক্ষে শ্রীভূমি জেলা বিজেপির পদযাত্রা মুখ্যমন্ত্রীকে কৃতজ্ঞতা

সভায় আরও বক্তব্য রাখেন প্রাক্তন সাংসদ মিশনরঞ্জন দাস। তিনি বলেন, যেখানে আগের সরকারগুলো অবহেলা ও রাজনৈতিক স্বার্থে চুপ ছিল, সেখানে বর্তমান সরকার সাহসিকতার সঙ্গে কাজ করছে। জমির দখলদারি রোধ করে ন্যায়বিচার প্রতিষ্ঠার এই যাত্রা অব্যাহত রাখতে হবে। এদিনের পদযাত্রা ও সভা ছিল বিজেপির একটি শক্তিশালী বার্তা অবৈধ বেদখলকারীদের বিরুদ্বে উচ্ছেদ অভিযান চলবে আইন ও শৃঙ্খলার প্রশ্নে কোনও আপস নয়।

রাজ্যে জমি বেদখল মুক্তির পক্ষে শ্রীভূমি জেলা বিজেপির পদযাত্রা মুখ্যমন্ত্রীকে কৃতজ্ঞতা

সাধারণ মানুষ ও দলীয় কর্মীদের উপস্থিতি, উৎসাহ ও স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ প্রমাণ করল, বিজেপির এই কর্মসূচি জনসমর্থনের এক প্রাণবন্ত প্রতিচ্ছবি।

Spread the News
error: Content is protected !!