কণাদ পুরকায়স্থকে সংবর্ধনা কেশব স্মারক সংস্কৃতির
বরাক তরঙ্গ, ১৪ জুলাই : নবনির্বাচিত রাজ্যসভার সদস্য কণাদ পুরকায়স্থকে বিশিষ্ট সমাজসেবী সংস্থা কেশব স্মারক সংস্কৃতি সুরভীর পক্ষ থেকে এক উষ্ণ সংবর্ধনা প্রদান করা হয়। সংস্থার পক্ষে ছিলেন সভাপতি শুভ্রাংশু শেখর ভট্টাচার্য, সহ-সভাপতি সুজিত কুমার দে, সম্পাদক শঙ্করকুমার দাস, সহ-সম্পাদক সৌমিত্র দত্ত রায়, প্রজেক্ট ইনচার্জ সজলকুমার দেব, কোষাধ্যক্ষ মনীশ কামাত, সংস্থার কর্মকর্তার গোপাল চন্দ সহ অন্যান্যরা। সংস্থার পক্ষ থেকে বিশেষ ম্যাগাজিন সেবা দর্পণ ও উত্তরীয় দিয়ে সংবর্ধনা জ্ঞাপন করা হয় এবং বিশিষ্ট প্রচারক প্রয়াত গৌরী শঙ্কর চক্রবর্তীর লিখা রাষ্ট্রীয় স্বয়ং সেবক সংঘের প্রতিষ্ঠাতা কেশব বলিরাম হেডগেওয়ারজির জীবনীর উপর লিখা বই সাংসদকে উপহার হিসেবে প্রদান করেন।

সমাজ তথা দেশের স্বার্থে নবনির্বাচিত সাংসদ যেন দীর্ঘদিন কাজ করে যেতে পারেন, তার জন্য শুভকামনা জানান। আঞ্চলিক সমস্যা নিয়ে বিশেষ আলোচনা করা হয় এবং সমাজের স্বার্থে সংঘের বিভিন্ন কাজে সক্রিয় ভূমিকা থাকবে বলে আশ্বাস প্রদান করেন।