সোনাইয়ে জয়ী সোনাই বাজার একাদশ
শামিম বড়ভূইয়া, সোনাই।
বরাক তরঙ্গ, ১৪ জুলাই : সোনাইয়ে ওপেন প্রাইজমানি ফুটবল টুর্নামেন্টে জয়ী সোনাই বাজার একাদশ। সোমবার তারা ২-১ গোলে হারিয়েছে দক্ষিণ মোহনপুর এফসি-কে। সোনাই ফুটবল অ্যাকাডেমির পরিচালনায় সোনাই নিত্যগোপাল হায়ার সেকেন্ডারি স্কুলের মাঠে আয়োজিত খেলায় জোড়া গোল করেন চানা সিংহ। ৯ ও ৪৫ মিনিটে গোল করেন। দক্ষিণ মোহনপুরের সিপারুল ৪৩ মিনিটে গোল ব্যবধান কমিয়ে দেন।
ম্যান অব দ্যা ম্যাচ পুরস্কার পান সানা সিংহ। পুরস্কার তুলে দেন মুন্না মজুমদার। খেলা পরিচালনা করেন হোসেন বড়ভূইয়া, প্রবীণ বর্মণ, রুবেল মজুমদার ও শামিম বড়ভূইয়া।