মণিপুরি স্বায়ত্তশাসিত পরিষদ গঠনের দাবিতে ডিমান্ড কো-অর্ডিনেশন কমিটির বিক্ষোভ শিলচরে

বিশ্বজিৎ আচার্য, শিলচর।
বরাক তরঙ্গ, ১০ জুলাই : অসমে একটি মণিপুরি স্বায়ত্তশাসিত পরিষদ গঠনের দাবিতে দীর্ঘদিন ধরে মণিপুরি সমাজের মানুষ লড়াই চালিয়ে আসছে। মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা তাঁদের এই দাবি পূরণের প্রতিশ্রুতি দিলেও গত পাঁচ বছরের কার্যকালে সরকার তাঁদের এই দাবি পূরণ করেনি। ফলে মণিপুরি অটোনমাস কাউন্সিল ডিমান্ড কো-অর্ডিনেশন কমিটির তরফে বৃহস্পতিবার তাঁদের দাবি আদায়ের লক্ষ্যে শিলচর শহিদ ক্ষুদিরাম বসুর মূর্তির পাদদেশে জমায়েত হয়ে ধরনা প্রদর্শন করেন। কমিটির ব্যানারে এদিন শতাধিক পুরুষ ও মহিলা জমায়েত হয়ে প্লেকার্ড হাতে নানা স্লোগানের মাধ্যমে সরকারের দৃষ্টি আকর্ষণ করেন।

সংবাদ মাধ্যমের সঙ্গে কথা বলতে গিয়ে প্রতিবাদকারীরা জানান, মণিপুরি স্বায়ত্তশাসিত পরিষদ গঠন, মণিপুরি সমাজের সাংবিধানিক অধিকার। এই দাবি নিয়ে তাঁরা বছরের পর বছর ধরে নানাভাবে আন্দোলন চালিয়ে আসছেন। অসমে মণিপুরি স্বায়ত্তশাসিত পরিষদ গঠন হলে গত ১৬শ শতক ধরে বরাক ও ব্রহ্মপুত্র উপত্যকায় বসবাসকারী সমাজের ৫ লক্ষাধিক জনসংখ্যার ভাষা সংস্কৃতি ও ঐতিহ্যের রক্ষা হবে।

অসমে আইনগত ভাবে বিভিন্ন স্বায়ত্তশাসিত পরিষদ গঠন হয়েছে।ফলে মণিপুরি সম্প্রদায়ের বিশ্বাস যে, তাদেরও একটি স্বায়ত্বশাসিত পরিষদ রাজ্য আইনের অধীনে এবং নির্ধারিত নিয়ম অনুযায়ী গঠন হওয়া উচিত। সরকার তাদের এই দাবি পূরণের ক্ষেত্রে উপযুক্ত ব্যবস্থা গ্রহণ না করলে আগামীতে কমিটি গণতান্ত্রিকভাবে আরও শক্তিশালী আন্দোলন গড়ে তুলতে বাধ্য হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন।