সোনাইয়ে শুরু হচ্ছে ওপেন প্রাইজমানি ফুটবল
বরাক তরঙ্গ, ৬ জুলাই : সোনাইয়ে শুরু হচ্ছে ওপেন প্রাইজমানি ফুটবল টুর্নামেন্ট। সোনাই নিত্যগোপাল হায়ার সেকেন্ডারি স্কুলের মাঠে এই আসর বসছে। টুর্নামেন্টের চ্যাম্পিয়ন দলকে ট্রফি সহ নগদ ৫০ হাজার টাকা পুরস্কার হিসেবে দেওয়া হবে। রানার্স দল পাবে ৩০ হাজার ও ট্রফি। টুর্নামেন্ট পরিচালনা করবে সোনাই ফুটবল অ্যাকাডেমি। স্পন্সর রয়েছেন সোনাই পুরসভার ভাইস চেয়ারম্যান, প্যারাডাইস এনজিওর সভাপতি মবজ্জিল হোসেন বড়ভূইয়া ও বাজাজ ফাইনান্সের এজিএম মান্না লস্কর।