আসাম বিশ্ববিদ্যালয় প্রথম আন্তর্জাতিক দাবায় ব্লিজে চ্যাম্পিয়ন শিলচরের অভ্রজ্যোতি

বরাক তরঙ্গ, ৫ জুলাই : শিলচরে প্রথম আসাম ইউনিভার্সিটি ইন্টারন্যাশনাল ওপেন ফিডে রেটেড চেস টুর্নামেন্ট সমাপ্ত হয়েছে বৃহস্পতিবার। আসাম বিশ্ববিদ্যালয়ের নেতাজি মুক্ত মঞ্চে প্রতিযোগিতা শুরু হয়েছিল ২৮ জুন। আন্তর্জাতিক মানের এই টুর্নামেন্টে ব্লিজ ফর্মেটে চ্যাম্পিয়ন হয়েছেন শিলচরের অভ্রজ্যোতি নাথ। শিলচর কলেজিয়েট স্কুলের এই পড়ুয়া চ্যাম্পিয়ন হওয়ার পথে উড়িয়ে দিয়েছেন ইন্ডিয়ান চেস ফেডারেশনের হয়ে আসরে খেলতে নামা তামিলনাড়ুর আরআর লক্ষ্মণ, পশ্চিমবঙ্গের আইএম কৌস্তভকুন্ডুকে। ব্লিজে সাড়ে আট পয়েন্ট নিয়ে চ্যাম্পিয়ন হওয়ার সুবাদে তিনি প্রাইজমানি পেয়েছেন ২৫ হাজার টাকা। দ্বিতীয় কৌস্তভ কুন্ডু পেয়েছেন ১৮ হাজার। তার পয়েন্ট ৮। সাড়ে সাত পয়েন্ট পেয়ে তৃতীয় স্থান পেয়েছেন পশ্চিমবঙ্গের আরেক দাবাড়ু শঙ্খদীপ মিত্র। তিনি পেয়েছেন ১৪ হাজার টাকা। বরাকের ইফতিকার আলম মজুমদার সাত পয়েন্ট পেয়ে পঞ্চম স্থান লাভ করেছেন প্রাইজমানি হিসেবে তার হাতে তুলে দেওয়া হয়েছে ৮ হাজার টাকা।

ক্লাসিক্যাল ফরম্যাটে ৮ পয়েন্ট সংগ্রহ করে চ্যাম্পিয়ন হয়েছেন পশ্চিমবঙ্গের কৌস্তভ কুন্ডু। প্রতিযোগিতার সর্বোচ্চ প্রাইজমানি ৫১ হাজার টাকা উঠেছে তার হাতে। অসমের তন্ময় রাজবংশী দ্বিতীয় স্থান অর্জন করে পেয়েছেন ৪১ হাজার টাকা। তৃতীয় ও চতুর্থ স্থান দখলে রেখেছেন বরাক উপত্যকার দুই দাবাড়ু স্নেহাল রায় ও ইফতিকার আলম মজুমদার। তারা পেয়েছেন যথাক্রমে ৩০ হাজার ও ২৫ হাজার। মণিপুরের ভোগেন সিংহ পঞ্চম স্থানে থেকে পেয়েছেন ১৮ হাজার।

রেপিড ফর্মেটে প্রথম স্থান অর্জন করেছেন ইন্ডিয়ান চেস ফেডারেশনের আরআর লক্ষণ (তামিলনাড়ু)। পঁচিশ হাজার পাঁচশত টাকা প্রাইজমানি পেয়েছেন তিনি। পশ্চিমবঙ্গের রূপম মুখার্জি দ্বিতীয় স্থান অর্জন করে পেয়েছেন ২০ হাজার। তৃতীয় কিষান কুমার। চতুর্থ ইফতিকার আলম মজুমদার ও পঞ্চম শঙ্খদীপ মৈত্র প্রতিযোগিতায় অংশগ্রহণকারী জেলার বাইরের প্রত্যেক খেলোয়াড়ের থাকার সুব্যবস্থা করে দিয়েছে আসাম বিশ্ববিদ্যালয়। এবং খেলোয়াড়দের জন্য পর্যাপ্ত ছিল বাস সার্ভিস। এই সুবিধা করে দেওয়ার জন্য আসাম বিশ্ববিদ্যালয়ের উপাচার্য রাজীবমোহন পন্থ ও রেজিস্ট্রার প্রদ্যুতকান্তি নাথকে ধন্যবাদ জানানো হয়েছে আয়োজক কমিটির পক্ষে।

বৃহস্পতিবার আসাম বিশ্ববিদ্যালয়ের বিপিন পাল সেমিনার হলে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে মুখ্য অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাংসদ পরিমল শুক্লবৈদ্য। সম্মানিত অতিথিদের মধ্যে ছিলেন আসাম বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার প্রদ্যুতকান্তি নাথ, চিফ আরবিটার আইএ অনুপম ভট্টাচার্য, অল আসাম চেস অ্যাসোসিয়েশনের সহসভাপতি ড. চার্বাক, টুর্নামেন্ট ডিরেক্টর উৎপল শুক্লবৈদ্য, টুর্নামেন্ট সভাপতি বিবেন্দু দাস, টুর্নামেন্ট সচিব নির্মাল্য চক্রবর্তী, গ্র্যান্ড মাস্টার আরআর লক্ষ্মণ, কাছাড় জেলা দাবা সংস্থার সচিব অর্থদীপ দাস প্রমুখ।

Author

Spread the News