শনিবার বিক্রমপুর ওয়াসাক যুব সংগঠনের পঞ্চম ফিরা রথযাত্রা

বরাক তরঙ্গ, ৪ জুলাই : প্রতি বছরের ন্যায় এবছরও শনিবার বিক্রমপুর ওয়াসাক যুব সংগঠনের পঞ্চম বর্ষপূর্তি ফিরা রথযাত্রার আয়োজন করা হয়েছে। ওয়াসাক যুব সংগঠনের  রথযাত্রার পঞ্চম বর্ষপূর্তি উপলক্ষে বিশেষ আয়োজন করা হয়েছে মহাপ্রভু জগন্নাথ, বলভদ্র ও সুভদ্রার রথ টানা, কীর্তন সাংস্কৃতিক অনুষ্ঠান এবং নানা ধর্মীয় কার্যক্রমের মাধ্যমে সকলে মিলিত হবে এই মহোৎসবে। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকার কথা রয়েছে সাংসদ পরিমল শুক্লবৈদ্য, বিশিষ্ট অতিথি স্টার সিমেন্টের প্রজেক্ট ডিরেক্টর বিরজু পাণ্ডে, শিলচর কলেজের অধ্যক্ষ ধৃতিকান্ত রাজকুমার, অধ্যাপক হরেন্দ্র সিনহা সহ আরও গুণীজনরা।

সংগঠনের সম্পাদক রবিসেনা সিংহা বলেন, রথযাত্রার শুধু একটি উৎসব নয়, এটি ভক্তি, ঐক্য এবং সনাতনী সংস্কৃতির গর্বের প্রতীক। বিগত চার বছর থেকে সনাতনী ভক্তদের সহযোগিতায় এবং ঈশ্বরের আশীর্বাদে এই পবিত্র অনুষ্ঠান সফলভাবে আয়োজন করে আসছেন। এদিন তিনি এই মহা পবিত্র ফিরা রথ অনুষ্ঠানে বিক্রমপুর সংগঠনের পঞ্চম ফিরা রথযাত্রা উৎসবে সবাই ধর্মপ্রাণ ভক্তবৃন্দদের উপস্থিতি ও সহযোগিতা কামনা করেন।

Author

Spread the News