ভৈরববাড়ির মণ্ডপের উপর ভেঙে পড়ল প্রাচীন বটবৃক্ষ, ব্যাপক ক্ষতি
অনিতা পাল, কাটিগড়া।
বরাক তরঙ্গ, ২ জুলাই : কাটিগড়ার কাতিরাইল প্রথম খণ্ডে অবস্থিত শতবর্ষ পুরোনো ভৈরববাড়ির মণ্ডপটি একটি প্রাচীন বটবৃক্ষ ভেঙে পড়ায় মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। মণ্ডপের ছাউনি ও কাঠামো ভেঙে পড়ায় বর্তমানে সব ধর্মীয় কাজকর্ম স্থগিত রয়েছে। মন্দির পরিচালন কমিটির সভাপতি হরিপদ ঘোষ, সম্পাদক শাম গুহ, ভুটন রায়, দুর্গা মালাকার সহ অন্যান্য কর্মকর্তারা জানান, এই মণ্ডপটি দীর্ঘদিন ধরে এলাকার ধর্মীয় ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের কেন্দ্রস্থল। দুর্গাপূজা, কালীপূজা, নাম কীর্তন সহ নানা অনুষ্ঠান এখানে অনুষ্ঠিত হয়ে থাকে।
তাঁরা অভিযোগ করেন, রাজ্যের বিভিন্ন মঠ ও মন্দিরে সরকারি অনুদান প্রদান করা হলেও ভৈরববাড়ি মন্দির এখনও তা থেকে বঞ্চিত। দ্রুত সংস্কার ও পুনর্গঠনের জন্য রাজ্য সরকারের কাছে আর্থিক সহায়তার আবেদন জানানো হয়েছে। এ বিষয়ে বরাক উপত্যকা উন্নয়ন মন্ত্রী কৌশিক রায়ের হস্তক্ষেপও কামনা করা হয়েছে। স্থানীয়দের আশা, প্রশাসনের সহযোগিতায় শীঘ্রই মণ্ডপটি পুনর্গঠিত হবে এবং ধর্মীয় কার্যক্রম আবার চালু করা যাবে।