প্রধান শিক্ষক পদ নিয়ে সিদ্ধান্তকে স্বাগত জানালো শিক্ষক সম্মিলনী
বরাক তরঙ্গ, ২১ মার্চ : প্রধান শিক্ষক পদ নিয়ে কেবিনেট বৈঠকের সিদ্ধান্তকে স্বাগত জানালো শিলচর মহকুমা প্রাথমিক শিক্ষক সম্মিলনী কর্মকর্তা। শুক্রবার ব্লক সভাপতি, সম্পাদক ও রাজ্য সদস্য এবং উপদেষ্টা মণ্ডলী প্রথমে বিদ্যালয় সমূহের উপ পরিদর্শক ইকবাল হোসেন বড়ভূইয়ার সঙ্গে দেখা করে কৃতজ্ঞতা প্রকাশ করেন। এরপর জেলা প্রাথমিক শিক্ষা আধিকারিক গণেশ হরিজনের সঙ্গে সাক্ষাৎ করে তাঁর মাধ্যমে ধন্যবাদসূচক পত্র মুখ্যমন্ত্রীর উদ্দেশে দেওয়া হয়। এতে উপস্থিত ছিলেন মহকুমার পক্ষ থেকে সভাপতি শিল্পী গুপ্ত, সম্পাদক ফয়জুল হক মাঝারভূইয়া, উপদেষ্টা অলক পাল, স্বপন চক্রবর্তী, অতনু চৌধুরী ও সুদীপ দে, পঞ্চম দুষাদ, শামুপ্রসাদ যাদব, অমিত নাগ, মকলিসুর রহমান, মিহির ভট্টাচার্য প্রমুখ।

উল্লেখ্য, প্রধান শিক্ষক পদের ব্যাপারে বৃহস্পতিবার নিম্নতম ৫০ জন ছাত্রছাত্রী থাকা বিদ্যালয়ে ডিব্রুগড় কেবিনেট বৈঠকে মুখ্যমন্ত্রী দেওয়ার সিদ্ধান্ত ঘোষণা করেন। প্রাথমিক শিক্ষক সম্মিলনী দীর্ঘ ৪৩ বছর অর্থাৎ ১৯৮২ সাল থেকে প্রধান শিক্ষক পদের জন্য সংগ্রাম করে আসছিল। মহকুমা প্রাথমিক শিক্ষক সম্মিলনীর কর্মকর্তারা এই সিদ্ধান্তকে ঐতিহাসিক বলে উল্লেখ করেন।
