বাজারিছড়া জিপিতে নবনির্বাচিত প্রতিনিধিদের বিজয় মিছিল

মোহাম্মদ জনি, পাথারকান্দি।
বরাক তরঙ্গ, ২৯ জুন : লোয়াইরপোয়া মণ্ডলের অন্তর্গত বাজারিছড়া গ্রাম পঞ্চায়েতে শনিবার এক আনন্দঘন ও উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হলো এক বিশাল বিজয় মিছিল। সদ্যসমাপ্ত পঞ্চায়েত নির্বাচনে বিজয়ী নবনির্বাচিত জেলা পরিষদ সদস্য, জিপি সভাপতি, সহ-সভাপতি, সব ওয়ার্ড সদস্য-সদস্যা এবং উপ-সভাপতিদের আনন্দে আয়োজিত এই মিছিল গোটা এলাকাজুড়ে উৎসবের আবহ সৃষ্টি করে।

বাজারিছড়া জিপিতে নবনির্বাচিত প্রতিনিধিদের বিজয় মিছিল

বিভিন্ন ওয়ার্ড থেকে আগত সমর্থক ও সাধারণ মানুষদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে মিছিলটি প্রাণবন্ত হয়ে ওঠে। লোকসঙ্গীত, ঢাক-ঢোল, রঙিন পতাকা আর বিজয় স্লোগানে মুখর হয়ে ওঠে বাজারিছড়া জিপি।

বাজারিছড়া জিপিতে নবনির্বাচিত প্রতিনিধিদের বিজয় মিছিল

নবনির্বাচিত প্রতিনিধিরা এদিন জনগণের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে বলেন, “এই বিজয় আমাদের একার নয়, গোটা জনগণের। আমরা প্রতিশ্রুতিবদ্ধ, উন্নয়ন ও স্বচ্ছতার পথে এগিয়ে যাওয়ার।”

বাজারিছড়া জিপিতে নবনির্বাচিত প্রতিনিধিদের বিজয় মিছিল

স্থানীয় বাসিন্দাদের মতে, এবারের নির্বাচন ছিল শান্তিপূর্ণ এবং গণতান্ত্রিক চেতনার এক উৎকৃষ্ট দৃষ্টান্ত। বিজয় মিছিল শেষে বাজারিছড়া প্রাঙ্গণে অনুষ্ঠিত হয় এক সংক্ষিপ্ত জনসভা, যেখানে বিভিন্ন প্রতিনিধিরা ভবিষ্যৎ উন্নয়ন পরিকল্পনা তুলে ধরেন।

Spread the News
error: Content is protected !!