জয়পুরে সড়ক দুর্ঘটনায় প্রাণ হারালেন পুলিশ কর্মী

কেএইচ লস্কর, লক্ষীপুর।
বরাক তরঙ্গ, ২৪ জুন : সড়ক দুর্ঘটনায় প্রাণ হারালেন অসম পুলিশের এক কর্মী। কাছাড়ের কৃষ্ণপুর-ভৈরবনগর জিপির রায়পুরের বাসিন্দা সাহাব উদ্দিন বড়ভূইয়া সোমবার রাত সাড়ে নয়টা নাগাদ দুর্ঘটনার শিকার হন। দুর্ঘটনাটি সংঘটিত হয় লক্ষীপুরের জয়পুর এলাকায়। তিনি জয়পুর থানায় কর্মরত ছিলেন। সূত্রে জানা যায়, ওইদিন রাতে তিনি থানার একটি বাইক নিয়ে কাজে বেরিয়েছিলেন। বাইকে যাওয়ার সময় জয়পুর টার্নিঙে একটি বিদ্যুতের খুঁটিতে ধাক্কা মারেন। ধাক্কায় বাইকের সামনে চাকা ফেটে যায় এবং তিনি মাথায় মারাত্মক আঘাত পান। গুরুতর আহত অবস্থায় স্থানীয় লোক এবং পুলিশরা জয়পুর হাসপাতালে নিয়ে গেলে সেখান থেকে মেডিক্যাল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়। অত্যাধিক রক্তক্ষরণে হাসপাতাল থেকে বের হতেই মৃত্যুর কোলে ঢলে পড়েন তিনি।

৫৫ বছর বয়সী সাহাব উদ্দিন বড়ভূইয়া পরিবারের রয়েছেন মা, স্ত্রী, তিন ছেলে, পুত্রবধূ সহ আত্মীয়-স্বজন। সাহাব উদ্দিনের অকাল ও মর্মান্তিক মৃত্যুতে দু’টি অঞ্চলে শোকের ছায়া নেমে আসে। তিনি বছর দিন আগে জয়পুর থানায় যোগ দিন। এর আগে সদর ট্রাফিক ব্রাঞ্চে কাজ করেন। বড়ভূইয়ার জানাজার নামাজ বিকেল সাড়ে চারটা জানালেও সম্ভবত বাদ মাগরিব অনুষ্ঠিত হবে এক সূত্রে জানা যায়।

জয়পুরে সড়ক দুর্ঘটনায় প্রাণ হারালেন পুলিশ কর্মী
Spread the News
error: Content is protected !!