শিলচর তথ্য ও জনসংযোগের বিভাগের ভারপ্রাপ্ত উপ সঞ্চালক দীপা দাস

জনসংযোগ, শিলচর।
বরাক তরঙ্গ, ১৮ জুন : বরাক উপত্যকার তথ্য ও জনসংযোগ বিভাগের শিলচরের আঞ্চলিক কার্যালয়ের ভারপ্রাপ্ত উপ সঞ্চালক হিসেবে দায়িত্ব নিলেন দীপা দাস (এসিএস)। কাছাড়ের জেলা আয়ুক্ত  কার্যালয়ে গত ১১ জুন আনুষ্ঠানিকভাবে তিনি পূর্বতন সহকারী আয়ুক্ত তথা তথ্য ও জনসংযোগ বিভাগের ভারপ্রাপ্ত উপ সঞ্চালক বহ্নিখা চেতিয়ার স্থলাভিষিক্ত হন।

দীপা দাস দিল্লি বিশ্ববিদ্যালয়ের খ্যাতনামা সেন্ট স্টিফেনস কলেজের প্রাক্তনী। ইতিহাসে স্নাতক ও স্নাতকোত্তর ডিগ্রিধারী দাস সমাজবিজ্ঞান ও ঐতিহাসিক বিশ্লেষণে পারদর্শিতা নিয়ে এসেছেন, যা তথ্য ও জনসংযোগ বিভাগের নীতিনির্ধারণে নতুন মাত্রা যোগ করবে বলে আশা প্রকাশ করা হচ্ছে।

কাছাড় জেলা প্রশাসনের তরফ থেকে জারি করা এক বিজ্ঞপ্তি অনুযায়ী, এই নতুন পদে দায়িত্ব গ্রহণের মাধ্যমে তিনি শুধু তথ্য ও জনসংযোগ বিভাগের আঞ্চলিক কার্যালয়ের উপ সঞ্চালকই নন, তিনি স্বাস্থ্য, কৃষি, পশুপালন, মৎস্য, পশুচিকিৎসা সহ একাধিক গুরুত্বপূর্ণ বিভাগের প্রশাসনিক আধিকারিক হিসেবেও কাজ করবেন। পাশাপাশি, তথ্য অধিকার আইন (RTI)-এর কার্যকর বাস্তবায়ন এবং নিরীক্ষার দায়িত্বও তাঁর কাঁধে ন্যস্ত হয়েছে।

শিলচর তথ্য ও জনসংযোগের বিভাগের ভারপ্রাপ্ত উপ সঞ্চালক দীপা দাস

কেবল প্রশাসনিক দক্ষতাই নয়, সাংস্কৃতিক মঞ্চেও দীপা দাসের ছাপ স্পষ্ট। কাছাড় জেলার সাংস্কৃতিক উন্নয়ন আধিকারিক হিসেবে তিনি গুয়াহাটিতে অনুষ্ঠিত বিহু ও ঝুমুর নৃত্য উৎসবে জেলার প্রতিনিধিত্বকারী দলকে সফলভাবে নেতৃত্ব দিয়েছেন। রাজধানীর কেন্দ্রীয় মঞ্চে নিজ হাতে দলের সমন্বয় ও তত্ত্বাবধানের দায়িত্ব নিয়ে তিনি যে সাংস্কৃতিক পরিশীলন ও জনগণের সঙ্গে আন্তরিক সংযোগ গড়ে তোলার প্রতিশ্রুতি বহন করেন এবং সেক্ষেত্রে দীপা দাসের ভূমিকা যথেষ্ট প্রশংসা কুড়িয়েছে।

Spread the News
error: Content is protected !!