সিলিন্ডারের ভেতর কোটি কোটি টাকার ইয়াবা, আটক চার

বরাক তরঙ্গ, ১০ জুন : সিলিন্ডারের ভেতর গ্যাস নয়, রয়েছে কোটি কোটি টাকার ইয়াবা ট্যাবলেট। কাছাড় পুলিশের অভিযানে মাদক পাচারের এমন এক কাণ্ড প্রকাশ্যে এলো। অভিযান চালিয়ে ৪৫ কোটি টাকার ইয়াবা ট্যাবলেট উদ্ধার করে পুলিশ। আটক করা হয় চার পাচারকারীকে। 

মঙ্গলবার সাংবাদিক বৈঠক করে কাছা্রের পুলিশসুপার নুমাল মাহাতো জানান, কাছাড় পুলিশ গোপন সূত্রের খবরের ভিত্তিতে মাদক বিরোধী অভিযানে নেমে শিলচর শহরের অন্তর্গত সোনাবাড়িঘাট অঞ্চলে। অভিযান চালিয়ে একটি এলপিজি সিলেন্ডার ভর্তি গাড়িতে তল্লাশি চালিয়ে সিলেন্ডারের ভেতর থেকে ৫০ হাজার ইয়াবা ট্যাবলেট বাজেয়াপ্ত করা হয়।

সিলিন্ডারের ভেতর কোটি কোটি টাকার ইয়াবা, আটক চার

এদিকে শিলচর সদর থানার অন্তর্গত বেথুকান্দি এলাকা পরিত্যক্ত ঘরে থাকা সিলেন্ডারের ভেতর থেকে ১ লক্ষ ইয়ানা ট্যাবলেট উদ্ধার করে কাছাড় পুলিশ এবং চার পাচারকারীকে আটক করতে সক্ষম হয়।

সিলিন্ডারের ভেতর কোটি কোটি টাকার ইয়াবা, আটক চার

বাজেয়াপ্ত ইয়াবা ট্যাবলেট বাজার মূল্য ৪৫ কোটি টাকা হবে বলে জানান যায়। আটক করা চার পাচারকারী হল সহিদুর রহমান বড়ভূইয়া, সহিবুল হোসেন লস্কর, তেরামিয়া লস্কর ও মুক্তি রহমান।

Spread the News
error: Content is protected !!