ঘুমন্ত অবস্থায় সাপের ছোবলে মৃত্যু শিশুর লক্ষীপুরের ধলইছড়ায়

কেএইচ লস্কর, লক্ষীপুর।
বরাক তরঙ্গ, ১০ জুন : সাপের ছোবলে মৃত্যু এক শিশুর। মৃত শিশুটি ধলইছড়ার সুবল বর্মনের কন্যা মিনা বর্মন (১২)। ঘটনাটি ঘটেছে লক্ষীপুর বিধানসভা কেন্দ্রের কনকপুর-ধলইছড়া জিপির দশ নম্বর ওয়ার্ডে।

জানা যায়, সোমবার সকাল ৭ টায় নিজ বাড়িতে বিছানায় ঘুমন্ত অবস্থায় ছিল। ঘুমন্ত অবস্থায় মিনা বুঝতে পারে তার শরীরে কোন কিছু কামড় দিয়েছে। সঙ্গে সঙ্গে সে বিছানা থেকে উঠে শরীরে একটি কাটা দাগ দেখতে পায়। প্রথমে মিনা এবং তার পরিবারের লোকজন ভাবেন কোন পোকা হয়তো কামড় দিয়েছে। সেই সন্দেহ দূর করতে তারা বিছানায় পোকার খোঁজ করতে গিয়ে ঘরের মধ্যে প্রায় আড়াই ফুট লম্বা কালো রঙের একটি বিষধর সাপ দেখতে পান। ততক্ষণে মিনার শরীরে বিষের যন্ত্রণা বাড়তে থাকে। ঝাড়ফোঁকের জন্য ডেকে আনা হয় ওঝাকে, কিন্তু কোন কাজ হয়নি।

ঘুমন্ত অবস্থায় সাপের ছোবলে মৃত্যু শিশুর লক্ষীপুরের ধলইছড়ায়

পরে তাকে নিয়ে যাওয়া হয় হরিনগর হাসপাতালে। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করেন। প্রয়াত মিনা বর্মন জয়পুর বিনাপানি স্কুলের ষষ্ঠ শ্রেণীর ছাত্রী ছিল। তার মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে আসে।

ঘুমন্ত অবস্থায় সাপের ছোবলে মৃত্যু শিশুর লক্ষীপুরের ধলইছড়ায়
Spread the News
error: Content is protected !!