ঈদের সকালে বেঙ্গালুরুতে অয়েল ট্যাঙ্কারের ধাক্কায় গুরুতর আহত ধলাইর যুবক

বরাক তরঙ্গ, ৮ জুন : ঈদের আনন্দ বদলে গেল বিষাদে। ঈদের সকালে বেঙ্গালুরুতে এক মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত হয়েছেন অসমের ধলাই থানা এলাকার বারনারায়নপুরের বাসিন্দা ৩৫ বছর বয়সী নুরুল ইসলাম। একটি প্রাইভেট কোম্পানিতে সিকিউরিটি গার্ডের চাকরি করা নুরুল, সাইকেলে করে কর্মস্থলে যাওয়ার সময় কর্ণাটক রাজ্যের নন্দী হিলস মুর্দানআলি পয়েন্টে একটি অয়েল ট্যাঙ্কার তাকে পিছন দিক থেকে ধাক্কা দিলে তিনি সড়কে ছিটকে পড়েন। এই ভয়াবহ দুর্ঘটনায় অয়েল ট্যাঙ্কারটির চাকা তার উরোর উপর দিয়ে চলে যায়, যার ফলে তিনি গুরুতরভাবে জখম হন।

ঈদের সকালে বেঙ্গালুরুতে অয়েল ট্যাঙ্কারের ধাক্কায় গুরুতর আহত ধলাইর যুবক

স্থানীয়রা দ্রুত তাকে উদ্ধার করে স্থানীয় লাইফ কেয়ার হাসপাতালে নিয়ে যান, যেখানে বর্তমানে তিনি নিবিড় পরিচর্যা কেন্দ্রে (ICU) চিকিৎসাধীন রয়েছেন।

ঈদের সকালে বেঙ্গালুরুতে অয়েল ট্যাঙ্কারের ধাক্কায় গুরুতর আহত ধলাইর যুবক

নুরুলের সহকর্মীরা জানিয়েছেন, আজ সকালে তারা স্থানীয় একটি ঈদগাহে একসঙ্গে ঈদের নামাজ আদায় করেন। নামাজ শেষে নুরুল তার সহকর্মীদের জানান যে তার ডিউটি রয়েছে এবং তিনি কর্মস্থলের উদ্দেশ্যে রওনা হন। সাইকেলে কিছুদূর এগোতেই এই ভয়াবহ দুর্ঘটনার শিকার হন তিনি। হতদরিদ্র নুরুল ইসলাম তার পরিবারের একমাত্র উপার্জনকারী। তার এই আকস্মিক দুর্ঘটনা তার পরিবারকে গভীর সঙ্কটের মুখে ফেলে দিয়েছে। বর্তমানে তিনি মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছেন। বেঙ্গালুরু থেকে তার দুর্ঘটনার খবর গ্রামের বাড়ি নারায়ণপুরে পৌঁছাতেই ঈদের আনন্দ মুহূর্তে শোকে পরিণত হয়েছে। গোটা গ্রাম জুড়ে নেমে এসেছে বিষাদের ছায়া।

ঈদের সকালে বেঙ্গালুরুতে অয়েল ট্যাঙ্কারের ধাক্কায় গুরুতর আহত ধলাইর যুবক
Spread the News
error: Content is protected !!