মুখ্যমন্ত্রীর ত্রাণ তহবিলে দুই লক্ষ টাকা দান টিটুর

কেএইচ লস্কর, লক্ষীপুর।
বরাক তরঙ্গ, ৪ জুন : মুখ্যমন্ত্রীর ত্রাণ তহবিলে দুই লক্ষ টাকা দান করলেন টিটুকুমার দাস। বুধবার দিশপুরে মূখ্যমন্ত্রীর সরকারি কার্যালয়ে গিয়ে মন্ত্রী কৌশিক রায়ের উপস্থিতিতে রাজ‍্যের মুখ্যমন্ত্রী ড. হিমন্ত বিশ্ব শর্মার হাতে দুই লক্ষ টাকার চেক তুলে দেন টিটুকুমার দাস। টিটু প্রথমসারির একজন ঠিকাদার। বাড়ি লক্ষীপুরে।

তিনি বলেন, ত্রাণ তহবিলে যৎসামান‍্য দান করতে পেরে তিনি আনন্দিত হয়েছেন। এর আগেও তিনি মুখ্যমন্ত্রীর ত্রাণ তহবিলে সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছেন। লক্ষীপুরের বিধায়ক তথা মন্ত্রী কৌশিক রায়ের অনুপ্রেরণায় তিনি মুখ্যমন্ত্রীর ত্রাণ তহবিলে দান করার সাহস পেয়েছেন বলে জানান।

মুখ্যমন্ত্রীর ত্রাণ তহবিলে দুই লক্ষ টাকা দান টিটুর
Spread the News
error: Content is protected !!