কাটলিছড়ায় বন্যা পরিস্থিতি ধীরে ধীরে স্বাভাবিক হচ্ছে, পরিদর্শন এডিসিদের

জনসংযোগ, হাইলাকান্দি।
বরাক তরঙ্গ, ৪ জুন : হাইলাকান্দি জেলার কাটলিছড়া রাজস্ব গ্রাম এলাকার বন্যা পরিস্থিতি ধীরে ধীরে স্বাভাবিক হচ্ছে। যদি ও প্রশাসনের পক্ষ থেকে যেসব ত্রাণ শিবির বিভিন্ন স্কুল খোলা হয়েছিল সেগুলোতে এখন ও ভুক্তভোগী জনগণ রয়েছেন।তাই তাদের সবার খোঁজ খবর নিতে জেলা আয়ুক্ত নিসর্গ হিবরে অতিরিক্ত জেলা আয়ুক্তদের নির্দেশ দিয়েছেন। সেই মতে শিক্ষা বিভাগের দায়িত্ব প্রাপ্ত অতিরিক্ত জেলা আয়ুক্ত ত্রিদিব রায় বুধবার কাটলিছড়া রাজস্ব চক্র এলাকাধীন বিভিন্ন ত্রান শিবির পরিদর্শন করেন। সার্কল  মৃগাঙ্কী দাসও সঙ্গে ছিলেন।

কাটলিছড়ায় বন্যা পরিস্থিতি ধীরে ধীরে স্বাভাবিক হচ্ছে, পরিদর্শন এডিসিদের

ত্রিদিব রায় এদিন জিসিএমভি এমই স্কুল, ধলাই-মলাই এমই স্কুলে চালু ত্রাণ শিবির গুলো পরিদর্শন করেন। তিনি আশ্রিতদের সঙ্গে বিভিন্ন বিষয়ে কথা বলেন, তাদের খাওয়া দাওয়ার ব্যাপারে খোঁজ খবর নেন।পাশাপাশি এদিন শিবিরে আশ্রিত দের মধ্যে কয়েকজন অবিভাবক শিক্ষা বিভাগের দায়িত্ব প্রাপ্ত অতিরিক্ত জেলা আয়ুক্তকে পেয়ে তাদের সন্তানদের স্কুলে ভর্তি হওয়ার ব্যাপারে ও আর্জি জানালে তিনি সাথে থাকা কাটলিছড়া শিক্ষা খণ্ডের খণ্ড শিক্ষা আধিকারিক নজমুল হোসেন লস্কর কে উপযুক্ত পদক্ষেপ নিতে নির্দেশ দেন। একই ভাবে অন্যান্য অতিরিক্ত জেলা আয়ুক্ত, সার্কল অফিসাররা সংশ্লিষ্ট এলাকার জনগণের খোঁজ খবর নিতে তৎপর ছিলেন।

এদিকে, বিকেলে জেলা আয়ুক্ত সর্বশেষ বন্যা পরিস্থিতি নিয়ে বিভিন্ন বিভাগের আধিকারিকদের সঙ্গে জরুরি বৈঠক করেন।

কাটলিছড়ায় বন্যা পরিস্থিতি ধীরে ধীরে স্বাভাবিক হচ্ছে, পরিদর্শন এডিসিদের

Author

Spread the News