শহরের বিভিন্ন স্কুল ও কলেজে আশ্রয় নেওয়া বন্যাপিড়ীতদের খোঁজ নিলেন মন্ত্রী কৌশিক

বরাক তরঙ্গ, ১ জুন : বন্যা পরিস্থিতির কথা মাথায় রেখে জেলা প্রশাসন বিভিন্ন স্কুল ও কলেজে আশ্রয় শিবিরের ব্যবস্থা করেছে।রবিবার শিলচর উন্নয়ন বিভাগের মন্ত্রী কৌশিক রায়, জেলা আয়ুক্ত মৃদুল যাদব, পুলিশসুপার নুমুল মাহাতো ও অতিরিক্ত পুলিশ সুপার সুব্রত সেন শিলচর কলেজ রোড সংলগ্ন মনমোহন মজুমদার বালিকা বিদ্যালয় ও নিরঞ্জন পাল ইন্সটিটিউট পরিদর্শন করে আশ্রয় শিবিরে থাকা মানুষের খোঁজ খবর নেওয়ার পাশাপাশি বিভিন্ন বিষয় ক্ষতিয়ে দেখেন।

মন্ত্রী কৌশিক রায় জেলা আয়ুক্তের সঙ্গে কথা বলে বিদ্যালয় গুলোতে অতিসত্বর ত্রাণ সামগ্রীর ব্যবস্থা করার নির্দেশ দেন। এদিকে, মন্ত্রী কৌশিক রায় সহ প্রশাসনের সরেজমিন পরিদর্শনকে কেন্দ্র করে স্থানীয়রা খুশি ব্যক্ত করেছেন। তাঁরা জানান, নিরঞ্জন পাল ইন্সটিটিউটে ইতিমধ্যে ১৭০জন শরণার্থী আশ্রয় নিয়েছেন। অন্যদিকে, মনমোহন মজুমদার বালিকা বিদ্যালয়ে প্রায় ৩ শতাধিক শরণার্থী আশ্রয় নিয়েছেন। বন্যা জড়িতদের সুবিধার্থে বিদ্যালয় গুলোতে রাখা হয়েছে অ্যাম্বুলেন্স সহ বিভিন্ন রোগের ওষুধ। জেলার বিভিন্ন বিজ্ঞ চিকিৎসকরা আশ্রয় শিবিরে পৌঁছে শরণার্থীদের স্বাস্থ্য পরীক্ষা করে বিনামূল্যে ওষুধ তুলে দেন।বন্যায় প্রভাবিত মানুষের পাশে দাঁড়ানোর পাশাপাশি শিশু ও মহিলা সহ বৃদ্ধদের স্বাস্থ্যের উপরে বিশেষ নজর রেখে সরকার বিভিন্ন আশ্রয় শিবির গুলোতে মেডিক্যাল টিমের ব্যবস্থা গ্রহণ করছে।কাছাড় জেলার বন্যা পরিস্থিতি মোকাবেলায় সরকার সহ স্থানীয় প্রশাসন পুরোপুরি তৎপর রয়েছে।কোন ধরনের গুজবে কান না দিয়ে জনগণকে সহযোগিতা করার আহ্বান জানিয়েছে জেলা প্রশাসন।

শহরের বিভিন্ন স্কুল ও কলেজে আশ্রয় নেওয়া বন্যাপিড়ীতদের খোঁজ নিলেন মন্ত্রী কৌশিক

কিছুদিন ধরে চলে থাকা মুশলধারা বর্ষণে গোটা শহর জলমগ্ন হওয়ার পাশাপাশি বরাক নদীর জলস্তর বিপদসীমা অতিক্রম করায় জেলার বিভিন্ন এলাকায় বন্যা পরিস্থিতির সৃষ্টি হয়েছে। টানা বৃষ্টিতে শিলচরের রাঙিরখাড়ি, প্রেমতলা, চার্চ রোড, অম্বিকাপট্টি, বিবেকানন্দ রোড সহ বিভিন্ন এলাকা বর্তমানে জলের তলায় রয়েছে।

শহরের বিভিন্ন স্কুল ও কলেজে আশ্রয় নেওয়া বন্যাপিড়ীতদের খোঁজ নিলেন মন্ত্রী কৌশিক
Spread the News
error: Content is protected !!