ভুয়ো খবর রোধে কঠোর অবস্থান, বন্যা পরিস্থিতি মোকাবিলায় প্রস্তুতি জোরদার জেলা প্ৰশাসনের
জনসংযোগ, শিলচর।
বরাক তরঙ্গ, ৩১ মে : বর্তমান দুর্যোগ পরিস্থিতিতে জনগণের সুরক্ষা এবং শৃঙ্খলা রক্ষার্থে একগুচ্ছ কঠোর ও দূরদর্শী পদক্ষেপ গ্রহণ করেছে কাছাড় জেলা প্ৰশাসন। জেলা আয়ুক্ত তথা জেলা দুর্যোগ ব্যবস্থাপনা কর্তৃপক্ষ (DDMA)-এর চেয়ারম্যান মৃদুল যাদব, আইএএস-এর নেতৃত্বে এই পদক্ষেপগুলি বাস্তবায়িত হচ্ছে।
সম্প্রতি জেলার বিভিন্ন প্রাকৃতিক দুর্যোগ চলাকালীন সময়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে ভুয়ো, বিভ্রান্তিকর এবং যাচাইবিহীন তথ্য প্রচারের প্রবণতা লক্ষ্য করা গেছে, যা জনমনে অকারণ আতঙ্ক এবং বিভ্রান্তি সৃষ্টির পাশাপাশি প্ৰশাসনের সমন্বিত ত্রাণ ও উদ্ধারকার্যকে ব্যাহত করছে। এই প্রেক্ষিতে দুর্যোগ ব্যবস্থাপনা আইন, ২০০৫-এর ধারা ৩০ ও ৩৪ অনুসারে জেলা প্ৰশাসন সামাজিক মাধ্যমে ভুয়ো বা যাচাই না করা তথ্য প্রচারে সম্পূর্ণ নিষেধাজ্ঞা জারি করেছে। হোয়াটসঅ্যাপ, ফেসবুক, ইউটিউবসহ যেকোনো ডিজিটাল মাধ্যমে এধরনের তথ্য ছড়ালে, দোষীদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
এই আদেশ কার্যকর করতে কাছাড় জেলার পুলিশসুপারকে সাইবার সেল ও অন্যান্য নজরদারি ব্যবস্থার মাধ্যমে সজাগ দৃষ্টি রাখার নির্দেশ দেওয়া হয়েছে। সাধারণ জনগণকে অনুরোধ করা হচ্ছে যেন তারা শুধুমাত্র প্ৰশাসনের নির্ভরযোগ্য ও সরকারি তথ্যসূত্র থেকে তথ্য গ্রহণ করেন। সন্দেহজনক কোনো তথ্য নজরে এলে তাৎক্ষণিকভাবে নিকটবর্তী থানায় বা জেলা কন্ট্রোল রুমে রিপোর্ট করার আহ্বান জানানো হয়েছে। যোগাযোগের নম্বর: ০৩৮৪২-২৩৯২৪৯ / ০৩৮৪২-২৩৪০০৫ অথবা মোবাইল নম্বর ৯৪০১৬-২৪১৪১।
এদিকে, ভারতীয় আবহাওয়া অধিদপ্তর (IMD)-এর সতর্কতা এবং একটানা ভারী বর্ষণের প্রেক্ষিতে জেলার বিভিন্ন এলাকা, বিশেষ করে শিলচর শহরের নিচু অংশে জলাবদ্ধতা ও বন্যার সম্ভাবনা তৈরি হয়েছে। বরাক নদীর জলস্তর ক্রমাগত বেড়ে চলায় অতিরিক্ত সতর্কতামূলক ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।
জেলাবাসীকে অনাবশ্যক যাতায়াত পরিহার, বিদ্যুৎ চালিত যন্ত্রপাতি বন্ধ রাখা, গুরুত্বপূর্ণ জিনিসপত্র উচ্চস্থানে সংরক্ষণ, শুকনো খাবার, পানীয় জল ও ওষুধসহ জরুরি কিট প্রস্তুত রাখার পরামর্শ দেওয়া হয়েছে। বন্যাপ্রবণ এলাকার বাসিন্দাদের জন্য সম্ভাব্য স্থানান্তর বা উদ্ধারের বিষয়ে আগাম প্রস্তুতি নেওয়ার আহ্বান জানানো হয়েছে।

জেলা প্ৰশাসন জানিয়েছে যে, সব বিভাগকে সর্বোচ্চ সতর্কতায় রাখা হয়েছে এবং শিলচর পুরসভাসহ অন্যান্য সংস্থার সঙ্গে সমন্বিতভাবে উদ্ভূত পরিস্থিতি মোকাবিলায় ২৪ ঘণ্টা কাজ চলছে।
জেলার জনসাধারণকে আবারও সতর্ক করা হচ্ছে যাতে তারা গুজব বা ভুয়ো তথ্যের শিকার না হন এবং সরকারি তথ্যসূত্রের সাথে যুক্ত থেকে প্রয়োজনে জেলা কন্ট্রোল রুম অথবা ইমেল ddma-cachar@assam.gov.in -এ যোগাযোগ করেন।
জনস্বার্থে জারি করা এই সমস্ত নির্দেশ ও পরামর্শ অবিলম্বে কার্যকর হবে এবং পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত বলবৎ থাকবে।