বাহনের উপর পাথরের ধস, মৃত্যু সাতজন যাত্রীর

বরাক তরঙ্গ, ৩১ মে : মর্মান্তিক ঘটনা ঘটল অরুণাচল প্রদেশের। সেরাজ্যের পূর্ব কামেঙ জেলায় একটি বিধ্বংসী ভূমিধস সাতজন যাত্রীর প্রাণ কেড়ে নিয়েছে। প্রতিকূল আবহাওয়ার মধ্যে একটি পর্বত ধসে পড়েছে, এবং বিশাল পাথর একটি চলন্ত যানবাহনের ওপর পড়েছে, যার ফলে তা পতিত ধ্বংসাবশেষের ভারে আটকে গেছে।

জানা যায়, যানটি পূর্ব কামেঙ জেলার বানা নামে একটি স্থান থেকে ১৩ নম্বর জাতীয় মহাসড়ক দিয়ে জেলা সদর দিকে আসছিল। সেই মুহূর্তে, পাহাড় থেকে পড়ে আসা পাথর ও মাটি রাস্তা বন্ধ করে দেয়। এর ফলে, যাত্রীরা বাহনের ভেতরে প্রাণ হারান।

বাহনের উপর পাথরের ধস, মৃত্যু সাতজন যাত্রীর

শুক্রবার রাতে ঘটে যাওয়া ভূমিধস এবং পরবর্তী ঘটনাগুলি আজ সকালে খবর পাওয়া যায়। এর কিছুক্ষণ পর তাদের উদ্ধার করা হয়, যদিও যাত্রীদের এখনও চিহ্নিত করা হয়নি।

উল্লেখ্য, অরুণাচল প্রদেশ সরকার গত সপ্তাহ ধরে চলতে থাকা ভারী বৃষ্টির কারণে রাতে ভ্রমণের বিরুদ্ধে সতর্কতা জারি করেছে। তবুও, রাতের বেলা যাত্রী পরিবহন করে। 

এদিকে, একই রাস্তায় চলতে থাকা একটি মারুতি ব্রেজ্জা যানও পাহাড়ের মাটি দ্বারা ধাক্কা খেয়েছে। এই ঘটনার ফলে একটি টাটা সুমো যানও ক্ষতিগ্রস্ত হয়েছে। তবে, সুমোর যাত্রীরা নিরাপদ রয়েছেন।

বাহনের উপর পাথরের ধস, মৃত্যু সাতজন যাত্রীর
Spread the News
error: Content is protected !!