গুয়াহাটিতে ভূমি ধসে দুই শিশু সহ ৫ জনের মৃত্যু
বরাক তরঙ্গ, ৩১ মে : গুয়াহাটি মহানগরের বন্দার অঞ্চলে একটি বিধ্বংসী ভূমিধস ঘটেছে। এই ভূমিধসে দু’জন শিশু এবং একজন মহিলার মৃত্যু ঘটে। দুই শিশু খেলার সময় তখন হঠাৎ ভূমি ধসে পড়ে। এর ফলে, মাটির চাপা পড়ে এই হৃদয়বিদারক ঘটনাটি ঘটে।
প্রায় চার মাস আগে পরিবারটি বন্দার চাঁপাইধাঙে একটি বাড়ি নির্মাণ করেছিল। মৃত শিশুদের বয়স ছিল ৪ এবং ৫ বছর। মৃত মহিলা পুণম গোস্বামী হিসেবে চিহ্নিত করেছে। দুই শিশুর হল নিলাক্ষী গোস্বামী ও রঞ্জিতা বড়ো। দুই শিশুর নিথর দেহ মহিলার সঙ্গে, বর্তমানে জিএমসিএইচের মর্গে রাখা হয়েছে।

এ দিকে, মালিগাঁও শহরে একটি ভূমিধসে একজন পুরুষ জীবন হারিয়েছেন। স্বাগত হাসপাতালের কাছে মাটির ধসের ফলে রবিন দাস নামে একজন ব্যক্তি আহত হয়েছেন। রবিনকে স্বাগত হাসপাতালে ভর্তি করা হয়, কিন্তু সেখানে তিনি শেষনিঃশ্বাস ত্যাগ করেন। জলুকবাড়ি পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মৃতদেহটি GMCH-এ ময়নাতদন্তের জন্য পাঠায়।
শুক্রবার, মহানগরের দাতালপাড়া এলাকায় একটি বিধ্বংসী ভূমিধস ঘটেছে। পাহাড়ের মাটি ধসে পড়ে, এক কিশোর দীপজ্যোতি বরার জীবনকে কেড়ে নিয়েছে। দীপজ্যোতির বোন তানিয়া বরা গুরুতর আহত হয়েছে।
