কৃষকদের ক্ষমতায়নের উদ্দেশ্যে শ্রীভূমি জেলা বিকশিত কৃষি সংকল্প অভিযানের জন্য প্রস্তুত
জনসংযোগ, শ্রীভূমি।
বরাক তরঙ্গ, ২৮ মে : প্রধানমন্ত্রীর “ল্যাব টু ল্যান্ড” উদ্যোগের সাথে সামঞ্জস্য রেখে, শ্রীভূমি জেলায়ও ২৯ মে থেকে ১২ জুন পর্যন্ত বিকশিত কৃষি সংকল্প অভিযান (ভিকেএসএ) আয়োজন করা হচ্ছে। কৃষি ও কৃষক কল্যাণ মন্ত্রনালয়ের উদ্যোগে এবং ভারতীয় কৃষি গবেষণা পরিষদের (আইসিএআর) সহযোগিতায় অনুষ্ঠিত দেশব্যাপী এই প্রচারণার লক্ষ্য, গবেষণা এবং গ্রামীণ কৃষি পদ্ধতির মধ্যে ব্যবধান দূর করে ভারতীয় কৃষিকে মজবুত করা। এতে কেন্দ্রীয় কৃষিমন্ত্রী শিবরাজ সিং চৌহান কর্তৃক ঘোষিত, এই অভিযান ৭০০ টিরও বেশি জেলা জুড়ে ছড়িয়ে পড়বে। তৃণমূল পর্যায়ে পৌঁছে কৃষকদের অত্যাধুনিক কৃষি জ্ঞান এবং সরকারি সহায়তা দিয়ে শিক্ষিত এবং ক্ষমতায়িত করবে। শ্রীভূমিতে কৃষি বিজ্ঞান কেন্দ্র (কেভিকে), জেলা কৃষি বিভাগ, কৃষি প্রকৌশল বিভাগ, এসডিও (উদ্যান), জেলা পশুপালন ও পশুচিকিৎসা, জেলা মৎস্য উন্নয়ন বিভাগ, বন বিভাগ, আসাম রাজ্য গ্রামীণ জীবিকা মিশন, সেচ বিভাগ, এএইউ-জেডআরএস এর মতো সহযোগী বিভাগগুলির সাথে সমন্বয় করে সচেতনতা অভিযান পরিচালনা করা হবে। কৃষি বিজ্ঞান কেন্দ্রের বিশেষজ্ঞ, কৃষি বিজ্ঞানী, সরকারি কর্মকর্তা এবং মাঠ পর্যায়ের কর্মীদের সমন্বয়ে গঠিত বহুমুখী দলগুলি মাঠ পরিদর্শন, প্রদর্শনী এবং কথোপকথনের মাধ্যমে সরাসরি কৃষকদের সঙ্গে যোগাযোগ করবেন। এই প্রচারণায় উন্নত এবং জলবায়ু-সহনশীল ফসলের জাত, আধুনিক ও টেকসই কৃষি প্রযুক্তি, গুরুত্বপূর্ণ সরকারি প্রকল্প এবং কৃষক কল্যাণ কর্মসূচি, ডিজিটাল সরঞ্জাম এবং উৎপাদনশীলতা বৃদ্ধির জন্য যান্ত্রিকীকরণ ও কৃষকদের আয় তুলে ধরা হবে।
শ্রীভূমির কৃষকদের তাদের নিজ নিজ রাজস্ব চক্রের প্রচারণার অনুষ্ঠানে সক্রিয়ভাবে অংশগ্রহণের জন্য উৎসাহিত করা হচ্ছে, যাতে ২৯ মে থেকে ১২ জুন পর্যন্ত এই রূপান্তরমূলক জাতীয় আন্দোলনের সর্বাধিক সুবিধা নিশ্চিত করা যায়। এতে শ্রীভূমি কৃষি বিজ্ঞান কেন্দ্রের মুখ্য বিজ্ঞানী ও প্রধান ড. পুলকাভ চৌধুরী জানান যে এই অভিযানকে সফল করে তুলতে মঙ্গলবার শ্রীভূমির জেলা আয়ুক্ত কার্যালয়ের সভাকক্ষে এক সভা অনুষ্ঠিত হয়। সভায় বিকশিত কৃষি সংকল্প অভিযানের কার্যসূচি স্থির করা হয়। ওই সভায় এডিসি নীলোৎপল পাঠক, সহকারী আয়ুক্ত রংবামন টেরন, জেলা কৃষি আধিকারিক হোমেন দাস, জেলা পশু পালন ও পশু চিকিৎসা আধিকারিক ড. মঈন উদ্দিন আহমেদ, মহকুমা কৃষি আধিকারিক (উদ্যান) এস ইসলাম, জেলা মীন উন্নয়ন আধিকারিক আকাশ বরা, মহকুমা মীন উন্নয়ন আধিকারিক জিয়াউর রহমান, সহকারী বন সংরক্ষক সামস উদ্দিন লস্কর, অসম রাজ্য জীবিকা মিশনের ডিএফই নিতুচন্দ্র দাস, জীব বিজ্ঞানের এসএমএস ড. জয়শিখ সনোয়াল, বিষয় বিশেষজ্ঞ চিন্ময় দেওরী ও কনিষ্ঠ বাস্তুকার দেবাঞ্জনা দাস পুরকায়স্থ প্রমুখ অংশ গ্রহণ করেন।
