শ্রীভূমি জেলার গ্রাম পঞ্চায়েত অনুসারে বিকশিত কৃষি সংকল্প অভিযানের নির্ঘণ্ট জানিয়ে দেওয়া হল

জনসংযোগ, শ্রীভূমি।
বরাক তরঙ্গ, ২৮ মে : শ্রীভূমির জেলা কৃষি আধিকারিক, ২৯ মে থেকে ১২ জুন পর্যন্ত জেলার গ্রাম পঞ্চায়েতগুলিতে চলা বিকশিত কৃষি সংকল্প অভিযানের নির্ঘণ্ট জানিয়ে দিয়েছেন। এতে জানানো হয়েছে যে প্রতিদিন সকাল ১০টা থেকে জেলার জিপিগুলিতে এই অভিযান চালানো হবে। ওই নির্ঘন্ট অনুসারে ২৯ মে বিকশিত কৃষি সংকল্প অভিযানের উদ্বোধনী অনুষ্ঠান সাদারাশি জিপিতে এবং নারায়ণপুর জিপির দুর্গাবাড়ী গ্রামে অনুষ্ঠিত হবে। পাশাপাশি,  ৩০ মে রানিবাড়ী ও কৃষ্ণনগর জিপিতে। ৩১ মে লক্ষীবাজার ও মালুয়া শ্রীগৌরী জিপিতে। ২ জুন বারৈগ্রাম ও কালাচান্দ জিপিতে। ৩ জুন ডেঙ্গারবন্দ ও পাথারকান্দি জিপিতে। ৪ জুন নয়াটিলা আনিপুর ও বরুয়ালা জিপিতে। ৫ জুন গামারিয়া ও আনন্দপুর জিপিতে। ৬ জুন লোয়াইরপোয়া ও কলকলিঘাট জিপিতে। ৯ জুন দুল্লভছড়া ও সিংলাছড়া জিপিতে।

১০ জুন ফরিদকোনা আসিমগঞ্জ ও কাজিরবাজার জিপিতে। ১১ জুন লালছড়া ও চেরাগী জিপিতে এবং ১২ জুন কেউটকোনা ও প্রসারপুর জিপিতে বিকশিত কৃষি সংকল্প অভিযানের কার্যসূচি অনুষ্ঠিত হবে। এই অভিযানে সংশ্লিষ্ট জিপি এলাকার কৃষকদের স্বতঃস্ফূর্তভাবে অংশ গ্রহণ করতে শ্রীভূমির জেলা কৃষি আধিকারিক আহ্বান জানিয়েছেন।

শ্রীভূমি জেলার গ্রাম পঞ্চায়েত অনুসারে বিকশিত কৃষি সংকল্প অভিযানের নির্ঘণ্ট জানিয়ে দেওয়া হল

Author

Spread the News