মেঙ্গালোরে কনটেইনার লরির ভয়ঙ্কর দুর্ঘটনায় পূর্ব সোনাইয়ের যুবকের মৃত্যু, আহত ১
বরাক তরঙ্গ, ২৮ মে : কনটেইনার লরির ভয়ঙ্কর দুর্ঘটনায় প্রাণ হারালেন দক্ষিণ মোহনপুর ৭ম খণ্ডের (বড় ভাউরী পাকা মসজিদ) এলাকার এক যুবক। আহত হয়েছেন আরক এক যুবক। তিনি কচুদরমের বাসিন্দা। দুর্ঘটনাটি সংঘটিত হয় কর্নাটকের মেঙ্গালোরে। মৃত যুবক হলেন কুতুব উদ্দিন লস্করের ছেলে আফজল হোসেন লস্কর। তিনি চালকের আসনে ছিলেন। আহত যুবক কচুদরম দ্বিতীয় খণ্ড সাহাব উদ্দিন লস্করের ছেলে নুরুল হাসান লস্কর সহচালক ছিলেন। তিনি গুরুতর আহত অবস্থায় স্থানীয় হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। ঘটনাটি ঘটেছে বুধবার সকালে। একটি বিদ্যুতের খুঁটি ধাক্কা লেগে এই মর্মান্তিক দুর্ঘটনাটি সংঘটিত হয় বলে গ্রামের লোকদের সূত্রে জানা যায়।

খবর পাওয়ার সঙ্গে সঙ্গে জেলা পরিষদ সদস্য সাহিন লস্কর উভয়ের বাড়িতে গিয়ে খোঁজ নিয়ে সমবেদনা জানান। তিনি সহ উপস্থিত স্থানীয় জনসাধারণ সহ দলমতের উর্ধে উঠে অনেক রাজনৈতিক ব্যক্তি এবং জনপ্রতিনিধিরা বেঙ্গালুরুর ডোনেশন ভিলেজ ফাউন্ডেশনের কর্মকর্তাদের সাহায্য চাওয়া হয়। এবং মৃতদেহ বাড়িতে আনার ব্যবস্থা করা হচ্ছে।
