গাজায় নৃশংস হামলা নিয়ে স্পেনে ইউরোপ-আরবের বৈঠক
২৬ মে : গাজায় দখলদার ইজরায়েলের নৃশংস হামলা এবং মানবিক সহায়তা অবরোধের প্রেক্ষাপটে যুদ্ধ বন্ধে আন্তর্জাতিক চাপ জোরালো করতে ইউরোপীয় ও আরব দেশগুলোর প্রতিনিধিরা রবিবার স্পেনের রাজধানী মাদ্রিদে মিলিত হয়েছেন। ‘মাদ্রিদ গ্রুপ’ নামে পরিচিত এই জোটের পঞ্চম আনুষ্ঠানিক বৈঠকে ২০টি দেশ ও আন্তর্জাতিক সংস্থার প্রতিনিধিরা অংশ নেন।
বৈঠকের আগে স্পেনের পররাষ্ট্রমন্ত্রী হোসে ম্যানুয়েল আলবারেস বলেন, ‘এ যুদ্ধের আর কোনও উদ্দেশ্য নেই। গাজায় মানবিক বিপর্যয়ের মুহূর্তে আমাদের লক্ষ্য হচ্ছে যুদ্ধ বন্ধ করা এবং সহায়তার ওপর অবরোধ তুলে নেয়া।’
তিনি আরও বলেন, ‘ইজরায়েলের সঙ্গে ইউরোপীয় ইউনিয়নের সহযোগিতা চুক্তি পুনর্মূল্যায়নের সিদ্ধান্তের পর এখন আমাদের বিবেচনা করা উচিত, নিষেধাজ্ঞা আরোপসহ যা কিছু দরকার তা আমরা করব এই যুদ্ধ থামাতে।’
গাজায় মানবিক সংকট চরমে পৌঁছেছে। তিন মাসেরও বেশি সময় ধরে চলা অবরোধে খাদ্য, জল, জ্বালানি ও ওষুধের চরম ঘাটতি দেখা দিয়েছে। জাতিসংঘ বলেছে, সম্প্রতি যে সামান্য পরিমাণ সহায়তা প্রবেশের অনুমতি দেওয়া হয়েছে, তা ‘সমুদ্রে জলের ফোঁটার মতো’।
