মহানগরে দিনদুপুরে ছুরিকাঘাতে আহত যুবক
বরাক তরঙ্গ, ২৬ মে : গুয়াহাটি মহানগরে ফের ছুরিকাঘাতের ঘটনা ঘটল। সোমবার এই ভয়াবহ ঘটনা শহরের খ্রিস্টানবস্তিরন রাস্তায় দিনের আলোতে ঘটেছে।
জানা গেছে, এই ছুরিকাঘাতের ঘটনা একটি অবৈধ প্রেমের সম্পর্কের কারণে ঘটেছে। মঙ্গলদৈর এক যুবক নিবিড় শর্মা অন্য যুবক দিগন্ত ডেকাকে ছুরিকাঘাত করেছে।
অভিযোগ উঠেছে যে দিগন্ত নিবির শর্মার স্ত্রীকে পালিয়ে নিয়ে যায়। এটি ছুরিকাঘাতের ঘটনার সম্পর্কে সন্দেহ সৃষ্টি করেছে। ছবিতে নিবিড় শর্মা।
