শোণিতপুরে পাঁচ মহিলাকে ‘বিদেশি’ ঘোষণা ট্রাইব্যুনালের

বরাক তরঙ্গ, ২০ নভেম্বর : শোণিতপুরের পাঁচ মহিলাকে ‘বিদেশি’ ঘোষণা করল বিদেশি ট্রাইব্যুনাল। জেলার ধোয়াকাটা গ্রামের পাঁচ জন মহিলাকে বিদেশি হিসেবে শনাক্ত করেছে বিদেশি ট্রাইব্যুনাল। নদুয়া কেন্দ্রের অন্তর্গত ও জামুগুরিহাট থানার আওতায় থাকা ওই পাঁচ নারীকে বিদেশি ঘোষণা করা হয়েছে। গত ১৮ নভেম্বর জেলা আয়ুক্ত আনন্দকুমার দাসের জারি করা এম ইউ-২১/১৬/২০২৫-এমএজি-এসওএন–১০০৫, ১০০৬, ১০০৭, ১০০৮ ও ১০০৯ নম্বর নির্দেশনায় এই তথ্য প্রকাশ্যে আসে।

শোণিতপুর জেলার বিদেশি ন্যায়াধিকরণ নং–২, এফটি–২ (ডি) ৫, ৬, ৭, ৮ এবং ৯/২০২৫ নম্বর মামলার ভিত্তিতে পৃথকভাবে ফাতেমা, মনোয়ারা, হানুফা, মরিয়ম নেছা এবং আমজাদ আলিকে বিদেশি হিসেবে চিহ্নিত করেছে।

উল্লেখযোগ্য, সীমান্ত পুলিশ সুপারের দাখিল করা ২০ মার্চ ২০০৬ তারিখের মামলা (টি জেডপি (বি)/২০০৬/৭১১) অনুসারে গত ২৪ অক্টোবর বিদেশি ন্যায়াধিকরণ (২) এই ব্যক্তিদের বিদেশি ঘোষণা করে। জেলা আয়ুক্তের নির্দেশনায় বলা হয়েছে, ন্যায়াধিকরণে বিদেশি ঘোষণার পর এদের উপস্থিতি রাজ্যবাসীর স্বার্থ ও রাজ্য-দেশের অভ্যন্তরীণ নিরাপত্তার পক্ষে অত্যন্ত ক্ষতিকর।

ফলে, ইমিগ্র্যান্ট এক্সপালশন ফ্রম আসাম অ্যাক্ট, ১৯৫০–এর ধারা ২ এবং ২০ মার্চ ১৯৫০-এর বিজ্ঞপ্তি অনুযায়ী, নির্দেশ পাওয়ার ২৪ ঘণ্টার মধ্যে পাঁচ ঘোষিত বিদেশিকে ধুবড়ি, শ্রীভূমি, দক্ষিণ শালমারা বা মানকাচার সীমান্ত পথ দিয়ে অসম তথা ভারতের সীমার বাইরে চলে যাওয়ার নির্দেশ দিয়েছে জেলা প্রশাসন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *