‘ভারতের লালকেল্লা থেকে কাশ্মীরের জঙ্গল পর্যন্ত আঘাত করেছি’, বিস্ফোরক স্বীকারোক্তি পাক নেতার

১৯ নভেম্বর : সন্ত্রাসবাদে ইন্ধন জোগাচ্ছে পাকিস্তান, এই অভিযোগ একাধিকবার করেছে ভারত। আর এবার তার প্রমাণ দিয়ে দিলেন খোদ পাকিস্তানেরই এক নেতা চৌধুরী আনোয়ারুল হক।

সম্প্রতি একটি ভাইরাল ভিডিওতে পাকিস্তানের ওই নেতাকে বলতে শোনা গিয়েছে, ‘জঙ্গিগোষ্ঠীগুলি ভারতের লালকেল্লা থেকে কাশ্মীরের জঙ্গল পর্যন্ত আক্রমণ করে চলেছে।’ এই মন্তব্যের মাধ্যমে কিছুদিন আগে লালকেল্লার সামনে বিস্ফোরণ ও চলতি বছর এপ্রিলে পহেলগাঁওয়ে জঙ্গি হামলার প্রসঙ্গ টেনেছেন তিনি। এরপরই নয়াদিল্লিকে হুঁশিয়ারির সুরে আনোয়ারুল হক বলেন, ‘আমি আগেই বলেছিলাম যে, যদি আপনারা বালোচিস্তানে রক্তপাত করতে থাকেন, তাহলে আমরাও ভারতের লালকেল্লা থেকে শুরু করে কাশ্মীরের জঙ্গল পর্যন্ত আঘাত করব। আর আল্লার কৃপায় আমরা সেটা করেছি এবং তারা (ভারত) এখনও মৃতদেহ গুনে উঠতেই পারছে না।’

তবে কি সাম্প্রতিক দিল্লির বিস্ফোরণ থেকে শুরু করে পহেলগাঁওয়ে জঙ্গি হামলাতেও হাত রয়েছে পাকিস্তানের? আনোয়ারুল হকের মন্তব্যে কার্যত সেই ইঙ্গিতই স্পষ্ট। অন্যদিকে, বালোচিস্তানে অস্থিরতার জন্য পাকিস্তান বারবার ভারতকেই দোষারোপ করেছে। যদিও ইসলামাবাদের এই দাবি প্রত্যাখ্যান করেছে নয়াদিল্লি।

উল্লেখ্য, গত ১০ নভেম্বর দিল্লির লালকেল্লার কাছে একটি গাড়িতে ভয়াবহ বিস্ফোরণের ঘটনায় মৃত্যু হয়েছে কমপক্ষে ১৩ জনের। আহত হয়েছেন অনেকে। ঘটনাটিকে ইতিমধ্যেই জঙ্গি হামলা বলে ঘোষণা করেছে কেন্দ্র। ফরিদাবাদে পুলিশি অভিযানে প্রায় ২৯০০ কেজি বিস্ফোরক উদ্ধারের পরই এই হামলা হয়। ঘাতক গাড়িতে থাকা অভিযুক্ত চিকিৎসক-জঙ্গি কাশ্মীরের বাসিন্দা। আর এই বিস্ফোরক উদ্ধার ও দিল্লির বিস্ফোরণের পরই উঠে এসেছে পাক মদতপুষ্ট জঙ্গিগোষ্ঠী জইশ-ই-মহম্মদের অত্যাধুনিক হোয়াইট কলার জঙ্গি মডিউলের প্রসঙ্গ। আর এই আবহেই পাকিস্তানের নেতার এহেন মন্তব্য যথেষ্ট তাৎপর্যপূর্ণ বলেই মনে করা হচ্ছে।
খবর : উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *